বুড়িগঙ্গায় নৌকা ডুবে নিখোঁজ ৫

নারায়ণগঞ্জ সদরে বুড়িগঙ্গা নদীতে নৌকা ডুবে এক পরিবারের তিন সদস্যসহ অন্তত পাঁচজন নিখোঁজ রয়েছেন।
সদর মডেল থানার এসআই সাইফুল ইসলাম জানান, শনিবার সকালে ভোর ৬টার দিকে সদরের ডিগ্রির চর এলাকায় এঘটনা ঘটে।
নিখোঁজ ব্যক্তিরা হলেন- সেলিম (৫০), তার ছেলে ইমন (১২) ও মেয়ে মৌসুমী (১৫) এবং আব্দুল কাদের (৫০) ও সেলিম মিয়া (৪০)। তাদের বিস্তারিত পরিচয় ও ঠিকানা জানাতে পারেনি পুলিশ।
ফায়ার সার্ভিসের ডুবুরিরা তাদের উদ্ধারে চেষ্টা চালাচ্ছে।
এসআই সাইফুল বলেন, “অন্তত ৩০ যাত্রী নিয়ে ইঞ্জিনচালিত নৌকাটি বুড়িগঙ্গার পূর্বপাড় থেকে পশ্চিমপাড়ে যাচ্ছিল। মাঝপথে লঞ্চের ধাক্কা খেয়ে নৌকাটি ডুবে যায়।
“অন্য যাত্রীরা সাঁতরে তীরে উঠতে পারলেও ওই পাঁচজন এখনো নিখোঁজ রয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।”
নারায়ণঞ্জ উপ-সহকারী পরিচালক দিনমনি বলেন, চারজন ডুবুরি বুড়িগঙ্গার ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে যাচ্ছেন।
মন্তব্য চালু নেই