বুধ-বৃহস্পতিবার আসছে হরতাল!

সহকারী সেক্রেটারি জেনারেল আজহারুল ইসলামের রায় দেখেই প্রতিক্রিয়া দেখাবে জামায়াতে ইসলামী। তবে রায়ে তার সাজা হলে আগামী বুধ এবং বৃহস্পতিবার দুই দিনের হরতালের পরিকল্পনা রয়েছে তাদের।

মঙ্গলবার একাত্তরে মানবতা বিরোধী অপরাধের মামলায় আজহারুল ইসলামের রায় ঘোষণা করবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

দলটির কেন্দ্রীয় কর্মপরিষদের এক সদস্য জানান, সোমবার জোটের হরতাল হয়েছে, তাই মঙ্গলবার হরতাল নয়। রায় দেখেই কর্মসূচি ঘোষণা করা হবে। দলের একাধিক নেতা বুধ-বৃহস্পতিবার হরতালের পক্ষে মত দিয়েছেন। কেউ কেউ টানা কর্মসূচি দিয়ে শক্তিক্ষয় না করার পরামর্শ দিয়েছেন। তবে আদালত ফাঁসির রায় দিলে দুই দিন হরতালের পক্ষেই মত দিয়েছেন অধিকাংশ নেতা।

কর্মসূচি প্রসঙ্গে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ড. মুহাম্মদ রেজাউল করিম বলেন, ‘এই জালেম সরকারের বিরুদ্ধে আমাদের আন্দোলন চলমান আছে। একের পর এক জামায়াত নেতাকে হত্যার পরিকল্পনা চলছে। সরকারের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ সব সময় ছিল, সামনের দিনগুলোতেও থাকবে। দলের কর্মীরা কঠোর কর্মসূচি চায়, তবে সিদ্ধান্ত নেবেন দলের নীতিনির্ধারকরা।’



মন্তব্য চালু নেই