বুধ ও বৃহস্পতিবার হরতাল

মানবতাবিরোধী অপরাধের মামলায় দলের সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ড দেয়ার প্রতিবাদে বুধ ও বৃহস্পতিবার দুই দফায় মোট ২৩ ঘণ্টার হরতাল ডেকেছে জামায়াতে ইসলামী।

মঙ্গলবার দুপুরে এক বিবৃতিতে জানানো হয়, আগামীকাল বুধবার সকাল ৬টা থেকে সন্ধ্যা সাড়ে ৫টা এবং বৃহস্পতিবার সকাল ৬টা থেকে সন্ধ্যা সাড়ে ৫টা পর্যন্ত দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতাল।

অ্যাম্বুলেন্স, লাশবাহী গাড়ি, হাসপাতাল, ফায়ার সার্ভিসের গাড়ি হরতালের আওতামুক্ত থাকবে বলে জানানো হয়েছে। তবে এতোদিন সাংবাদিকদের গাড়ি হরতালের আওতামুক্ত থাকলেও বিবৃতিতে এ বিষয়টি উল্লেখ করা হয়নি।

এদিকে মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ মানবতাবিরোধী অপরাধের মামলায় হত্যা, গণহত্যা, লুণ্ঠন, অগ্নিসংযোগসহ ৩টি অপারাধে এটিএম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ড দেন।

এছাড়া আরো দুই অভিযোগের মধ্যে একটিতে ২৫ বছর এবং অপরটিতে পাঁচবছর করে কারাদণ্ড দেয়া হয়েছে। তবে একটি অভিযোগ প্রমাণিত না হওয়ায় সেখান থেকে তাকে খালাস দেয়া হয়েছে।



মন্তব্য চালু নেই