বিয়ে পর রুবেল ‘হ্যাপি’
প্রিমিয়ার লিগে ফিটনেস ও ফর্মের প্রমাণ রেখে আবার নিজের জায়গা আদায় করে নিয়েছেন গতির দানব রুবেল। আবারো বিসিবির নতুন কেন্দ্রীয় চুক্তিতে ফিরেছেন। করেছেন বিবাহও। বিয়ের পর এখন কেমন আছেন রুবেল?
দেশের একটি অনলাইন গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে রুবেলের কাছে প্রশ্ন ছিলো এমন।
মাঠের বাইরের জীবন কেমন কাটছে? বিয়ে করেছেন, জীবন কতটা থিতু হলো?
এই প্রসঙ্গে রুবেল বলেন, সবকিছুই এখন খুব ভালো। বিয়ে একদিন করতে হতোই। করেছি এবং খুব ভালো আছি। জীবন আসলেই অনেক থিতু এখন। সবকিছুই বেশ গোছানো। অতীতের ভুলগুলো পেছনেই ফেলে এসেছি। ক্রিকেট বলুন বা জীবন, দুই ক্ষেত্রেই এখন সামনে তাকিয়ে আছি।
মন্তব্য চালু নেই