বিয়ে না করে কিছু করা পাপ: হ্যাপী

বর্তমান সময়ে মিডিয়া সরব বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পেসার রুবেল হোসেন ও চলচ্চিত্র অভিনেত্রী নাজনীন আক্তার হ্যাপীর মধ্যকার প্রেমের খবর নিয়ে। রুবেলের নামে ধর্ষণের অভিযোগে মামলার পর ঘটনার সত্য প্রমাণের জন্যে দু’জনের মধ্যকার ফোনালাপের রেকর্ড গণমাধ্যমের কাছে হস্তান্তর করেছেন হ্যাপী।

এ ফোনালাপ একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে ধারাবাহিকভাবে সম্প্রচার করা হচ্ছে। পাঠকদের জন্যে তুলে ধরা হলো।

হ্যাপী: বিয়ে করা কখনোই পাপ না। বিয়ে না করে কিছু করা পাপ।

রুবেল: একটু চিন্তা করতে দাওনা প্লিজ। আমি না এমন একটা সিচুয়েশনের ভিতর পইড়া গেছি আমার ফ্যামিলি, পরিবার, আমার ক্রিকেট, তুমি সবকিছু মিলাইয়া আমি একটা গোলমালের ভিতরে পইড়া গেছি।

হ্যাপী: একটা মানুষকে এতটা কাঁদিয়ে কেউ কখনও সুখী হতে পারে না। কোনোদিন না। সে যে ধর্মেরই লোক হোক না কেন। আল্লাহ তো একজন। আমাকে এত কাঁদায়ে, এত কষ্ট দিয়ে কেউ ভাল থাকবে, কখনও না। আর আমার ভালবাসার মধ্যে কোনও খাদ নেই।

রুবেল: আপনার এই পেইন থেকে তো এই ঝামেলা শুরু। মানসিকভাবে যে একটা….

হ্যাপী: এক সময় রিলেট করবা যে আমি তোমাকে অনেক বেশি ভালবাসতাম তো। এর ফল তুমি পাবা দেখে নিও।

রুবেল: না, আপনার সবকিছু আমার কাছে আর্টিফিশিয়াল মনে হয়, ঠিক আছে।

হ্যাপী: এইটা তোমার মনে হয় বাট তুমি আমাকে যে পরিমাণ কাঁদাইছ আর এখন যে কাঁদাচ্ছ আমার লাইফটা শেষ করে দিয়ে.. .। আমার ভালবাসা যদি সত্যি হয় তাহলে আজকের পরথেকে কোনোদিন তুমি সাকসেস হইতে পারবা না। কোনোদিন না।

রুবেল: না, তুমি আমারে অভিশাপ দিয়ে দিলা এই তো।

গত ১৩ ডিসেম্বর মিরপুর মডেল থানায় রুবেলের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করেন নাজনীন আক্তার হ্যাপী। তিনি রুবেলের বিরুদ্ধে বিয়ের প্রলোভন দেখিয়ে শারীরিক সম্পর্ক গড়ে তোলার অভিযোগ এনেছেন।

গত সোমবার রুবেল হোসেনকে চার সপ্তাহের আগাম জামিন দেয় হাইকোর্ট। বিচারপতি সৈয়দ এবি মাহমুদুল হক ও বিচারপতি মো: আকরাম হোসেন চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে মামলার শুনানি শেষে তাকে এ জামিন দেওয়া হয়।



মন্তব্য চালু নেই