‘বছরের প্রথম দিনেই শিক্ষার্থীদের হাতে যাবে বই’

বছরের প্রথম দিনেই প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছে বই পৌঁছে দেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

শনিবার মিরপুর শেরে বাংলা ইনডোর স্টেডিয়ামে সফটওয়ার নির্মাণ প্রতিষ্ঠান ইএটিএল ও প্রথম আলো আয়োজিত মোবাইল অ্যাপস প্রতিযোগিতা অনুষ্ঠানে বক্তব্যে তিনি একথা জানান।

শিক্ষামন্ত্রী বলেন, ‘১ জানুয়ারি প্রাক-প্রাথমিক, প্রাথমিক ও মাধ্যমিক স্তরের ৪ কোটি ৪৪ লাখ শিক্ষার্থীর কাছে ৩৫ কোটি নতুন বই পৌঁছে দেওয়া হবে। এছাড়া পাঠ্যপুস্তক উৎসবের মাধ্যমে শিক্ষার্থীদের হাতে বই তুলে দেওয়ার বিষয়ে সব প্রস্তুতি নেওয়া হয়েছে।

গতবছর ৩ কোটি ৬৮ লাখ ৮৬ হাজার ১৭২ জন শিক্ষার্থীর মধ্যে ২৬ কোটি ১৮ লাখ ৯ হাজার ১০৬টি বই বিনামূল্যে বিতরণ করেছে সরকার।’

শিক্ষামন্ত্রী বলেন, ‘দেশে এখন সরকারি বিশ্ববিদ্যালয় থেকে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সংখ্যা বেশি এবং শিক্ষার্থীর সংখ্যাও তুলনামূলক বেশি। কিন্তু বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ১২-১৪টি হয়ত আমরা ধরে রাখতে পারব না, এগুলো বাতিল হয়ে যাবে। হাইকোর্টের আদেশ পেলে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে।’

অনুমোদন ছাড়াই ক্যাম্পাস করায় ইতোমধ্যে বেসরকারি ১২টি বিশ্ববিদ্যালয়ের ৪৮টি ক্যাম্পাসে ভর্তির ব্যাপারে শিক্ষার্থী ও অভিভাবকদেরকে সতর্ক করেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।



মন্তব্য চালু নেই