বিয়ের সংখ্যা লেখা থাকে হাতেই
জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, কোনও নারী বা পুরুষের দু’টি বা তিনটি বিয়ে হবে কি না, তা হাতের রেখাতেই লেখা থাকে।
সমুদ্রশাস্ত্রে বলা হয়েছে, হাতের সবচেয়ে ছোট আঙুলের (কনিষ্ঠা) নীচে বুধ পর্বতের শেষে কিছু আঁকাবাঁকা রেখা থাকে। এটিই বিবাহ রেখা। এই রেখার ওপর ভিত্তি করেই কোনও ব্যক্তির প্রেম প্রসঙ্গ এবং বৈবাহিক জীবন সম্পর্কে জানা যায়। এই রেখা যত পরিষ্কার এবং স্পষ্ট, বৈবাহিক জীবন ততোটাই সুখে কাটে।
মনে করা হয়, যে ব্যক্তির বুধ পর্বতে রেখার সংখ্যা বেশি, তারা ততো বেশি ভালোবাসার সম্পর্কে জড়ান। আবছা এবং অস্পষ্ট রেখা এ ক্ষেত্রে বিচার করা হয় না।
মন্তব্য চালু নেই