বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন
বগুড়া শেরপুরের পারভবানিপুর গ্রামে গতকাল মঙ্গলবার সকালে বিয়ের দাবিতে প্রেমিক আব্দুস সাত্তারের (৩৫) বাড়িতে দুই সন্তানের জননী প্রেমিকা আবেদার (২৭) অনশন। আত্মহত্যার হুমকি।
জানা যায়, উপজেলার খামারকান্দি ইউনিয়নের পারভবানিপুর গ্রামের আকবর আলীর ছেলে আব্দুস সাত্তার প্রথম স্ত্রী মনোয়ারা খাতুনকে ৩ বছর আগে তালাক দেয়। তারপর থেকে একই গ্রামের ইদ্রিস আলীর মেয়ে স্বামী পরিত্যাক্ত দুই সন্তানের জননী আবেদার সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। লম্পট সাত্তার বিয়ের প্রলোভন দিয়ে মাঝে মধ্যেই আবেদার সাথে দৈহিক সম্পর্কে লিপ্ত হয়।
প্রেমিকা আবেদা বিয়ের কথা বললে নানা তালবাহানা দেখায়। এর এক পর্যায়ে সাত্তার গোপনে গত ১০ দিন আগে তালাককৃত সেই স্ত্রী মনোয়ারা খাতুনকে পুনরায় নিজ বাড়িতে নিয়ে আসে। খবর পেয়ে প্রেমিকা আবেদা কোন উপায়ান্তর না দেখে গতকাল মঙ্গলবার সকাল ৬ টার দিকে প্রেমিক সাত্তারের বাড়িতে বিয়ের দাবিতে অনশন শুরু করে।
এ ব্যাপারে প্রেমিকা আবেদা বলেন বিয়ে না করলে আমি এই বাড়িতেই জীবন দেবো। আমার লাশ এই বাড়ি থেকে বাহির হবে।
এব্যাপারে শেরপুর পুলিশ পরিদর্শক আলী আহমেদ হাশমী বলেন, এই বিষয়টি সম্পর্কে কেউ কোন অভিযোগ করেনি। অভিযোগ করলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।
মন্তব্য চালু নেই