বিয়ের জন্য ধানমণ্ডির এক তরুণীর বিলবোর্ড কাণ্ড!

আমাদের দেশে একটা প্রবাদ আছে, ‘বাঙালি মেয়েদের বুক ফাটে তো মুখ ফাটে না’। ছেলেরা যেরকম তাদের ভালোবাসার কথা জানিয়ে দেয় জোর গলায়, মেয়েরা অনেক ক্ষেত্রেই সেটা পারে না। কারণ এদেশের সামাজিক প্রেক্ষাপট।

দেখা যায়, সাহস করে কোনো মেয়ে তার ভালোবাসার কথা জানালেই পরিবার, সমাজ তার বিরুদ্ধে উঠে পড়ে লাগে। এবার হয়তো সে ব্যপারটির অবসান ঘটতে চলেছে। কারণ এবার একজন বাংলাদেশি তরুণী ঢাকার একটি ব্যস্ত সড়কের বিলবোর্ড ভাড়া নিয়ে সেখানে বিশাল অক্ষরে বিয়ের প্রস্তাব জানিয়েছেন তার ভালোবাসার তরুণটিকে।

বিলবোর্ডে লেখা হয়েছে, ‘On this Birthday of yours, I offer myself. Not just for today but for ALWAYS. Shajed..Will you marry me?’

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এ ছবিটি আপলোড করা হয়। বিয়ের প্রস্তাব প্রদানকারী তরুণীটির নাম পারিসা শাকুর, সামাজিক যোগাযোগ মাধ্যমের সূত্র অনুযায়ী, এই বিলবোর্ড ঢাকার ধানমন্ডিতে আনাম র‌্যাংগস প্লাজার সামনে অবস্থিত।



মন্তব্য চালু নেই