বিহারী ক্যাম্পের ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের দাবি ফখরুলের

মিরপুরের কালশী বিহারী ক্যাম্পের ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের দাবি জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার বিকালে বিহারী ক্যাম্প পরিদর্শন শেষে তিনি এ দাবি জানান। এর সঙ্গে জড়িতদের শাস্তিও দাবি করেন তিনি।

বিকাল তিনটায় ফখরুলের নেতৃত্বে বিএনপির একটি প্রতিনিধি দল বিহারী ক্যাম্প পরিদর্শন করতে যান। প্রতিনিধি দলে স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, মহানগর বিএনপির সদস্য সচিব আবদুস সালামসহ বেশ কয়েকজন নেতাকর্মী উপস্থিত ছিলেন।

ফখরুল বলেন, ‘আমরা পত্র-পত্রিকাতে দেখেছি ক্ষমতাসীন দলের নেতারা জমি দখল করে বিহারী ক্যাম্পে এ ঘটনা ঘটিয়েছে।’

প্রসঙ্গত শবে বরাতের রাতে আতশবাজি ফোটানোকে কেন্দ্র করে বিহারীদের সঙ্গে এলাকাবাসী ও পুলিশের সংঘর্ষ হয়। এঘটনায় শিশুসহ দশজন বিহারী নিহত হয়।



মন্তব্য চালু নেই