বিস্মিত, তবে সিরিজ নিয়ে শঙ্কা দেখছে না বিসিবি

দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে সোমবার ঢাকায় পা রাখার কথা ছিল অস্ট্রেলিয়া ক্রিকেট দলের। কিন্তু অস্ট্রেলিয়া সরকারের কাছ থেকে নিরাপত্তা নিয়ে সতর্কবার্তা পাওয়ার পর বাংলাদেশ সফর আপাতত পিছিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া।নতুন করে বিসিবির কাছে নিরাপত্তা পরকিল্পনা চেয়েছে তারা। এরপরই প্রশ্ন ওঠেছে, শেষ পর্যন্ত কি বাংলাদেশে আসবে অস্ট্রেলিয়া ক্রিকেট দল?

না, কোনো শঙ্কা দেখছে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড। হুট করে সফর স্থগিতের ঘটনাতে বিসিবি বিস্মিত হলেও সিরিজ নিয়ে পুরোপুরি আশাবাদী। অস্ট্রেলিয়া ঠিকই বাংলাদেশ সফরে আসবে এবং নির্ধারিত সিডিউল মোতাবেকই খেলা হবে।এমনটিই মনে করছেন বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন চৌধুরী সুজন।

তিনি বলেন,‘ ক্রিকেট অস্ট্রেলিয়ার সিদ্ধান্তে আমরা কিছুটা বিস্মিত বটে। কিন্তু একই সঙ্গে শঙ্কিতও নই। সফর বাতিলের মতো কিছু ঘটবে বলে মনে করি না। বাংলাদেশের পরিস্থিতি এখন সম্পূর্ণ স্বাভাবিক। রাজনৈতিক অস্থিরতাও নেই। তারপরেও তারা যদি বাড়তি নিরাপত্তা চায় তাহলে আমরা সেটা দেব।’

পরিবর্তিত পরিস্থিতিতে কি পূর্ব নির্ধারিত সিডিউল অনুযায়ী ম্যাচ হবে? এমন প্রশ্নের জবাবে নিজামউদ্দিন চৌধুরী সুজন বলেন,‘ না হওয়ার কোনো কারণ দেখছি না আমি। এমনকি ৩ তারিখের প্রস্তুতি ম্যাচ নিয়েও কোনো শঙ্কা দেখছি না আমি।’

অস্ট্রেলিয়া নাকি চট্রগামে যেতে চাচ্ছে না। তারা একটা ভেন্যুতেই খেলতে চায়। সেক্ষেত্রে মিরপুরের শেরে বাংলাই নাকি তাদের পছন্দের। এমন ধারণা উড়িয়ে দিয়ে সুজন বলেন,‘ না সবকিছু পূর্বের সিডিউল মতোই হবে। খেলা হবে তিন ভেন্যুতেই। তারা শুধু নিরাপত্তা ব্যবস্থা নিয়ে চিন্তিত। আমরা তাদের পুরোপুরি আশ্বস্ত করব।’

২ ম্যাচের টেস্ট সিরিজ খেলতে সোমবার ঢাকা অসার কথা ছিল অস্ট্রেলিয়া ক্রিকেট দলের।৩ সেপ্টেম্বর বিসিবি একাদশের বিপক্ষে ৩ দিনের ম্যাচ দিয়ে বাংলাদেশ সফর শুরু করার কথা অস্ট্রেলিয়ার। ৯ অক্টোবর চট্রগ্রামে শুরু হবে প্রথম টেস্ট। ১৭ অক্টোবর ঢাকায় শুরু চূড়ান্ত টেস্ট।



মন্তব্য চালু নেই