বিসিএস এর দিনেই পরীক্ষা সোনালী ব্যাংকে, পরিক্ষার্থীরা বিপাকে
বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার দিনে সোনালী ব্যাংকের নিয়োগ পরীক্ষার ঘোষণা হওয়ায় বিপাকে পড়েছে চাকরিপ্রত্যাশীরা। আগামী ৩০ সেপ্টেম্বর ওই দুই পরীক্ষার দিন ধার্য আছে।
পরীক্ষার্থীদের অভিযোগ, ওই দিন সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত বিসিএস পরীক্ষার ঘোষণা আগে থেকেই ছিলো। সম্প্রতি একই দিন ঢাকায় বিকেল সাড়ে ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত অ্যাসিসট্যান্ট ডাটাবেস অ্যাডমিনিস্ট্রেটর ও সাব-অ্যাসিসট্যান্ট ইঞ্জিনিয়ার পদে নিয়োগ পরীক্ষা নেওয়ার ঘোষণা দেয় সোনালী ব্যাংক কর্তৃপক্ষ।
এতে ঢাকায় যারা থাকেন তাদের পক্ষে সকালে বিসিএস দিয়ে বিকেলে হয়তো সোনালি ব্যাংকের নিয়োগ পরীক্ষায় বসা সম্ভব হবে। কিন্তু যারা ঢাকার বাইরে অন্য বিভাগীয় শহরে থাকেন তাদের পক্ষে সকাল সাড়ে ১১টায় বিসিএস পরীক্ষা শেষ করে মাত্র ৩ ঘণ্টায় ঢাকা আসা অসম্ভব।
এমন পরিস্থিতিতে সোনালী ব্যাংকের ৩০ সেপ্টেম্বরের নিয়োগ পরীক্ষা পেছানোর জোর দাবি উঠেছে।
মিথুন দাশ নামে এক পরীক্ষার্থী জানান, বিসিএস পরীক্ষার তারিখ নির্ধারণ হয়েছে অনেক আগেই। কিন্তু সোনালী ব্যাংকের ঘোষণাটি এসেছে ২২ সেপ্টেম্বর। তাই ব্যাংক কর্তৃপক্ষ ওই পরীক্ষা পেছানোর বিষয়টি বিবেচনা করলে আমাদের জন্য ভালো হয়।
মন্তব্য চালু নেই