বিশ্ব ব্যাংকের পূর্বাভাস নিয়ে কামালের প্রশ্ন
মোট দেশজ উৎপাদন (জিডিপি) প্রবৃদ্ধির পূর্বাভাস নিয়ে বিশ্ব ব্যাংকের কঠোর সমালোচনা করেছেন সরকারের পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। এসময় তিনি বিশ্ব ব্যাংকের প্রতিবেদন নিয়েও প্রশ্ন তুলেন।
মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা শেষে সাংবাদিকের সঙ্গে আলাপকালে এই প্রশ্ন তোলেন। রাজধানীর শেরে বাংলা নগরের এনইসি সম্মেলনকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
পরিকল্পনা মন্ত্রী হেসে বলেন, তারা (বিশ্ব ব্যাংক) নিজেরাই নিজেদের প্রতিবেদন বিশ্বাস করে না। তারা নানা সময়ে নানা মত দেয়। তাদের প্রতিবেদন সারা বিশ্বের কেউ বিশ্বাস করে কি না, তা আমার জানা নেই।
কামাল বলেন, চলতি অর্থবছরে প্রবৃদ্ধি ৬ দশমিক ৭ শতাংশ হতে পারে বলে বিশ্বব্যাংক আগে বলেছিল। পরে আবার বলল, ৬ দশমিক ৩ শতাংশ হতে পারে। এর আগেও বিশ্বব্যাংক এমন কম প্রবৃদ্ধির কথা বলেছিল। পরে তারা সরকারের হিসাবই মেনে নিয়েছে।
তিনি বলেন, সাময়িক হিসাব অনুযায়ী, চলতি অর্থবছরে প্রবৃদ্ধি ৭ দশমিক শূন্য ৫ শতাংশ হবে। প্রকৃত হিসাবে এটা আরো বাড়বে।
কামাল জানান, সরকারের পাশাপাশি বেসরকারি খাত এগিয়ে আসলে ভাল হবে। আগামীতে সারাদেশে শিল্প কারখানা গড়ে উঠবে। গ্যাস আমদানি করা হলে তখন আর সমস্যা থাকবে না।
মন্তব্য চালু নেই