বিশ্ব ব্যাংকের পরিকল্পনা অনুযায়ী পদ্মা সেতুর কাজ সম্পন্ন হবে
যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিশ্ব ব্যাংকের নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী পদ্মা সেতুর মূল অবকাঠামোর কাজ চলছে। বিশ্ব ব্যাংকের পরিকল্পনা থেকে একচুলও সরে আসা হয়নি।
তিনি বলেন, নিজস্ব অর্থায়নে বিশ্ব ব্যাংকের পরিকল্পনা অনুযায়ী সেতুর কাজ সম্পন্ন হবে। ইতোমধ্যেই চায়না মেজর ব্রিজ কোম্পানির প্রধান প্রকৌশলীসহ ৩০ জনের প্রতিনিধি দল মাওয়ায় এসে কাজ শুরু করেছেন।
মাওয়া সেতু ভবনের ডাক বাংলোয় শুক্রবার সকালে তিনি এসব কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, মূল অবকাঠামোর কাজ চিনে অব্যাহত রেখেছে ঠিকাদারী প্রতিষ্ঠান। কিছু অবকাঠামো সেখান থেকে তৈরি করে এনে সরাসারি স্থাপন করা হবে।
তিনি বলেন, আগস্টের মধ্যেই সেতু নির্মাণের জন্য নদী শাসনের কাজের চূড়ান্ত আদেশ দেওয়া হবে। সেতুর কাজ ও নদী শাসনের কাজ পাশাপাশি চলবে।
এ সময় মন্ত্রীর সঙ্গে সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং কোরের প্রধান ব্রিগেডিয়ার জিলানীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মন্তব্য চালু নেই