বিশ্ব জলবায়ু পরিবর্তনে সবচেয়ে ক্ষতিগ্রস্থ বাংলাদেশ
মোঃ বদরুজ্জামান, বিশেষ প্রতিনিধি, সাতক্ষীরা : বিশ্বজলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট প্রাকৃতিক বিপর্যয়ে দক্ষিণ এশিয়ার মধ্য সবচেয়ে ক্ষতি গ্রস্থ এবং ঝূকিপুর্ণ বাংলাদেশ। বাংলাদেশের মধ্যে সব চেয়ে ক্ষতিগ্রস্থ সাতক্ষীরা শ্যামনগর। পৃথিবীতে উন্নত দেশগুলোর বাতাসে অতিরিক্ত কার্বন নিঃসরণ প্রাকৃতিক বিপর্যয়ের কারণ ও দায়ী। জলবায়ু পরিবর্তনের ঝূকি মোকাবেলায় বর্তমান সরকার দৃঢ়তার সাথে কাজ করে যাচ্ছে। নোনা মাটিতে কিভাবে সোনার ফসল ফলানো যায় সেজন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংশ্লিষ্ট বিভাগকে নির্দেশ দিয়েছেন। গত শুক্রবার সকাল সাড়ে ১০ টায় শ্যামনগর সদরে কিন্ডার গার্টেন চত্ত্বরে ব্রেড ফর দা ওয়াল্ড এর আর্থিক সহযোগিতায় ৩দিন ব্যাপী যুব জলবায়ু ক্যাম্প ২০১৫ উদ্বোধন কালে এ কথা বলেন অনুষ্ঠানের প্রধান অতিথি যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের দায়িত্ব প্রাপ্ত প্রতিমন্ত্রী শ্রী বীরেন শিকদার এমপি। অধ্যক্ষ বিধ্র“শ্রবা মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন এস এম জগলুল হায়দার এমপি। তিনি বলেন জলবায়ু পরিবর্তনের ঝুকি মোকাবেলায় যুব সমাজকে সঠিক নির্দেশনা ও করনীয় দায়িত্ব কর্তব্য সম্বন্ধে সম্যক ধারণা নিতে বর্তমান সরকার নিরলস কাজ করে যাচ্ছেন। এসময়ে মোঃ রমজান আলী, উপ-পরিচালক, সাতক্ষীরা, উপজেলা ভাইস চেয়ারম্যান মহসীন উল মুলক, মহিলা ভাইস চেয়ারম্যান নুর জাহান পারভীন ঝর্ণা, প্রাক্তন সংসদ এ কে ফজলুল হক, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা আহসান উল্লাহ শরীফি, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক এস, এম, আতাউল হক দোলন, সরকারী কর্মকর্তা কর্মচারীবৃন্দ, মুক্তিযোদ্ধা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ও ছাত্র-ছাত্রীবৃন্দ, আ’লীগ নেতৃবৃন্দ, গন্যমান্য সুশিল সমাজ ও সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে প্রতিমন্ত্রী ঈশ্বরীপুর যশেরেশ্বরী কালিমন্দির পরিদর্শন করেন এবং ইসমাইলপুরে মিনি ষ্টেডিয়াম নির্মানের ঘোষনা দেন। ৩দিন ব্যাপী অনুষ্ঠানে ৩০টি স্কুল, ২টি মাদ্রাসা ও ৫টি কলেজের ১০০ জন ছাত্র-ছাত্রী জলবায়ু পরিবর্তনের উপরে বিভিন্ন প্রদর্শনী উপস্থাপন করেন।
মন্তব্য চালু নেই