বিশ্ব ইজতেমা শুরু ২ ডিসেম্বর

প্রতি বছরের ন্যায় এবারও আগামী ২ ডিসেম্বর থেকে তুরাগ নদীর পাড়ে মুসলিম বিশ্বের অন্যতম বৃহৎ ধর্মীয় সমাবেশ পাঁচ দিনব্যাপী জোড় ইজতেমা শুরু হচ্ছে। আর ৬ ডিসেম্বর দুপুরে বিশেষ দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে চলতি বছরের পাঁচ দিনের জোড় ইজতেমার সমাপ্তি হবে।

টঙ্গী বিশ্ব ইজতেমার আয়োজক কমিটির মুরুব্বি মাওলানা গিয়াস উদ্দিন আহমেদ আজ রোববার এ তথ্য নিশ্চিত করেছেন।

ইজতেমার আরেক মুরুব্বি মাওলানা মো: মামুন জানান, টঙ্গী তুরাগ নদীর তীরে পাঁচ দিনের জোড় ইজতেমায় বিগত দিনে শুধু মাত্র ৩ চিল্লাওয়ালা পুরানো সাথীরা অংশ গ্রহণ করবেন। পরবর্তীতে তারা জোড় শেষে ইসলামের দাওয়াতের কাজে বের হবেন এবং আগামী বছর ইজতেমার মূল পর্বে তারা আবার একত্রে শরীক হবেন।

টঙ্গী বিশ্ব ইজতেমার আয়োজক কমিটি সুত্র জানায়, ২০১৭ সালের ১৩ জানুয়ারি থেকে ৫২তম বিশ্ব ইজতেমার আসর গাজীপুর মহানগরী শিল্প নগরী টঙ্গী মডেল থানার তুরাগ নদীর তীরে প্রতি বছরের মত সুবিশাল চটের সামিয়ানার নিচে ৩ দিন ব্যাপী বিশ্ব ইজতেমা প্রথম পর্ব শুরু হবে। প্রথম পর্ব শেষ হবার পর ৪ দিন একটানা বিরতী দিয়ে ২০ জানুয়ারি থেকে আবার দ্বিতীয় পর্বের ৩ দিন ব্যাপী বিশ্ব ইজতেমা শুরু হবে।

প্রথম পর্বের শেষ দিন ১৫ জানুয়ারি ও দ্বিতীয় পর্বের শেষ দিন ২২ জানুয়ারি সারা বিশ্ব মুসলিম জাহানের সুখ, শান্তি, কল্যাণ, অগ্রগতি, ভ্রাতিত্ববোধ কামনা করে আখেরী মোনাজাত অনুষ্টিত হবে। আর এই আখেরী মোনাজাতে দেশী বিদেশী মুসল্লি, তাবলিগ অনুসারী, বাংলাদেশসহ বিশ্বের প্রায় শতাধিক দেশের প্রায় অর্ধকোটি মানুষ আখেরি মোনাজাতে শরীক হবেন বলে আশা করছেন বিশ্ব ইজতেমার আয়োজক কমিটি।-বাসস



মন্তব্য চালু নেই