বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা
আগামী ১৩ জানুয়ারি টঙ্গীর তুরাগ তীরে শুরু হচ্ছে বিশ্ব ইজতেমা। এবারও যথারীতি দুই পর্বে অনুষ্ঠিত হবে ইজতেমা। ১৩ জানুয়ারি ইজতেমার প্রথম পর্ব শুরু হয়ে চলবে ১৫ জানুয়ারি পর্যন্ত।
বৃহস্পতিবার দুপুরে স্বরাষ্ট মন্ত্রণালয়ে আইন-শৃঙ্খলা পরিস্থিতি সংক্রান্ত এক বৈঠক শেষে এ কথা জানানো হয়।
এছাড়া বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব শুরু হবে ২০ জানুয়ারি, চলবে ২২ জানুয়ারি পর্যন্ত। ইজতেমার বয়ান রেডিও ও টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হবে।
তুরাগ তীরে এই ইজতেমায় পবিত্র হজের পর সবচেয়ে বেশি মুসল্লি একত্রিত হন।
বিশ্ব ইজতেমায় বাংলাদেশসহ সমগ্র বিশ্বের শতাধিক দেশ থেকে প্রায় অর্ধকোটি মানুষ অংশগ্রহণ করে থাকেন। উভয় পর্বে সমাপনী দিন ১৫ জানুয়ারী ও ২২ জানুয়ারি বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি সমৃদ্ধি কামনায় দোয়ার মাধ্যমে ইজতেমা সম্পন্ন হবে।
মন্তব্য চালু নেই