বিশ্বের ৩৬তম ক্ষমতাধর নারী শেখ হাসিনা
বিশ্বের ১০০ ক্ষমতাধর নারীর তালিকায় ৩৬তম স্থানে উঠে এসেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম। ২০১৫ সালে তালিকায় ৫৯তম স্থানে ছিলেন তিনি।
বিখ্যাত ফোর্বস ম্যাগাজিন সোমবার বিশ্বের ১০০ ক্ষমতাধর নারীর তালিকা প্রকাশ করেছে। এতে প্রথম স্থানে রয়েছেন জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা ম্যারকেল। দ্বিতীয় স্থানে হিলারি ক্লিনটন ও তৃতীয় স্থানে রয়েছেন জ্যানেট ইয়েলেন।
ফোর্বস ম্যাগাজিনের ওয়েবসাইটে ক্ষমতাধর নারীদের সংক্ষিপ্ত জীবনবৃত্তান্ত ও তাদের কর্মকাণ্ডের ওপর আলোকপাত করেছে। এতে বলা হয়েছে, শেখ হাসিনা পারেন। তবে তার সরকারের আমলে ও বাংলাদেশের সাম্প্রতিক হত্যাকাণ্ডগুলোর বিষয় উল্লেখ করা হয়েছে।
মন্তব্য চালু নেই