বিশ্বের বিনিয়োগবান্ধব দেশের তালিকায় বাংলাদেশ

বিশ্বের সবচেয়ে বিনিয়োগবান্ধব দেশের তালিকায় স্থান পেয়েছে বাংলাদেশ। উন্নয়নশীল বিশ্বের দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান প্রথম। সম্প্রতিক এক জরিপে এ তথ্য জানা গেছে। জরিপটি চালিয়েছে বিশ্বখ্যাত গবেষণা প্রতিষ্ঠান পিউ রিসার্চ সেন্টার।

বাংলাদেশসহ ৪৪টি দেশের ওপর ওই জরিপ চালানো করা হয়। এতে দেখা যায় সবচেয়ে বিনিয়োগবান্ধব দেশ হচ্ছে ভিয়েতনাম। অন্যদিকে দ্বিতীয় অবস্থানে আছে যুক্তরাষ্ট্র, চীন, যুক্তরাজ্য, ভারত ও বাংলাদেশ। জরিপে বলা হয়েছে উন্নয়নশীল দেশগুলোর মধ্যে সবচেয়ে বিনিয়োগবান্ধব দেশ হচ্ছে বাংলাদেশ।

বাংলাদেশে জরিপে অংশ নেওয়া প্রতি ৫ জনের চারজন (প্রায় ৮০ শতাংশ) দেশে মুক্ত বাজার অর্থনীতিকে সমর্থন করেছেন। যেখানে ভারতীয়দের মধ্যে ৭২ শতাংশ ও যুক্তরাষ্ট্রের ৭০ শতাংশ নাগরিক মুক্ত বাজার অর্থনীতিকে সমর্থন করেছেন।



মন্তব্য চালু নেই