বিশ্বের প্রথম রিভার্সিবল মাইক্রো ইউএসবি পোর্ট

বেশিরভাগ স্মার্টফোনে এখন মাইক্রো ইউএসবি ক্যাবলের ভার্সন ২ ব্যবহৃত হয়। এই মাইক্রো ইউএসবি ক্যাবলগুলোর ডিজাইন প্রায় একরকম থাকে। একপাশ্বে দুটি কানেক্টর থাকে এবং অন্য পাশে সমতল থাকে। প্রায় সময় ভুল ভাবে চার্জার প্রবেশ করানোর জন্য কানেক্টর ভেঙ্গে যাওয়ার বা চার্জার মোবাইলে আটকে যাওয়ার সম্ভাবনা থাকে। আর নয় চার্জার ভাঙ্গার ভয়! চীনের প্রযুক্তি নির্মাতা প্রতিষ্ঠান জিওমি প্রযুক্তি বাজারে নিয়ে এলো রিভার্সিবল মাইক্রো ইউএসবি চার্জার।

এই চার্জার ক্যাবলের যেকোনো পাশ দিয়েই মোবাইল চার্জ করা যাবে। এই মাইক্রো ইউএসবি ক্যাবলের দৈর্ঘ্য ৬ মিটার। নাইলনের শিট দিয়ে এই তারটি বানানো হয়েছে এবং এই ক্যাবল গুলোর কানেক্টরে ব্যবহার করা হয়েছে অ্যালুমিনিয়াম। তারটিতে রাবার বাম্পারস ব্যবহার করা হয়েছে স্ক্র্যাচ থেকে রক্ষা করার জন্য। কানেক্টরের বডি বানানো হয়েছে গোল্ড প্লেট দিয়ে এবং তারটি ক্ষয় প্রতিরোধক। এই ক্যাবলটি নষ্ট হয়ে যাওয়ার সুযোগ খুব কম।

রিভার্স মাইক্রো ক্যাবলটির মূল্য ১৩.৯৯ ডলার। ভ্যাট ও ট্যাক্স ছাড়া বাংলাদেশি টাকায় ১ হাজার ১০০ টাকা। বর্তমানে ৩০ শতাংশ মূল্য হ্রাসে ক্যাবলটি বিক্রি করা হচ্ছে।



মন্তব্য চালু নেই