বিশ্বের নিকৃষ্টতম বিমান সংস্থার তালিকায় ‘বিমান বাংলাদেশ’
বিশ্বের নিকৃষ্টতম ২১টি বিমান সংস্থার নাম প্রকাশ করেছে বৃটিশ সংবাদসংস্থা টেলিগ্রাফ। এ তালিকায় নাম আছে দেশের রাষ্ট্রীয় মালিকানাধীন বিমান বাংলাদেশ এয়ারলাইনসেরও।
সোমবার ‘দ্য টুয়েন্টি ওয়ান ওর্স্ট এয়ারলাইনস ইন দ্য ওয়ার্ল্ড’ শিরোনামে ওই প্রতিবেদনটি প্রকাশ করা হয়।
১৯৭২ সালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের প্রতিষ্ঠা। শুরু থেকেই নানা সীমাবদ্ধতা থাকলেও সম্প্রতি দেশের প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির বিমানে বিপত্তি দেখা দিলে বিমান সংস্থাটির নিরাপত্তা নিয়ে বিতর্ক চরমে উঠে। এছাড়া নিরাপত্তা কাঠামো নিশ্চিতের পূর্ব শর্তগুলো নিশ্চিতে ব্যর্থ হওয়ায় ব্রিটেন, অস্ট্রেলিয়াসহ বিশ্বের উন্নত কয়েকটি দেশে বাংলাদেশ বিমানের কার্গো অবতরণে নিষেধাজ্ঞা রয়েছে।
টেলিগ্রাফ প্রকাশিত ওই তালিকায় বাংলাদেশ বিমান ছাড়াও আরও আছে নাসাউয়ের ‘বাহামাসেইর’, সোফিয়ার ‘বুলগেরিয়া এয়ার’, চীনের ‘চায়না ইউনাইটেড এয়ারলাইন্স’, কিউবার ‘কিউবানা এয়ারলাইন্স’, ‘ইরান এয়ার’, ইন্দোনেশিয়ার ‘লায়ন এয়ার’, ইরানের ‘মাহান এয়ার’, ‘নেপাল এয়ারলাইন্স’, তুরস্কের ‘অনুর এয়ার’ ও ‘পেগাসাস এয়ারলাইন্স’, রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ ভিত্তিক ‘রোশিয়া এয়ারলাইন্স’, প্রাগের ‘স্মার্ট উইংস’, আমেরিকার ফ্লোরিডা ভিত্তিক ‘স্পিরিট এয়ারলাইন্স’, সুদান ‘এয়ারওয়েজ’, ‘সিরিয়ান এয়ার’, তাজিকিস্তানের ‘তাজিক এয়ার’, ‘তুর্কেমিনিস্তান এয়ারলাইন্স’, ‘ইউক্রেইন ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স’, ইয়েমেনের ‘ইমেনিয়া’ এবং উত্তর কোরিয়ার ‘কোরীয় এয়ার’।টেলিগ্রাফের প্রতিবেদন।
মন্তব্য চালু নেই