বিশ্বকাপ ভেন্যু : ইউনিভার্সিটি ওভাল ও ওয়েস্টপ্যাক স্টেডিয়াম
অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে বসছে বিশ্বকাপের ১১তম আসর। আগামী ১৪ ফেব্রুয়ারি পর্দা উঠবে এ আসরের। ফাইনাল ম্যাচ হবে ২৯ মার্চ।
এবার ১৪টি দল টুর্নামেন্টে অংশ নিচ্ছে। মোট ৪৯টি ম্যাচ হবে টুর্নামেন্টে। ম্যাচগুলো হবে ১৪টি ভেন্যুতে। এর মধ্যে অস্ট্রেলিয়ায় সাতটি ও নিউজিল্যান্ডের সাতটি ভেন্যু বেছে নিয়েছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।
বিশ্বকাপের উত্তাপ ছড়িয়ে পড়েছে গোটা বিশ্বে। তাই তো বিশ্বকাপের আগে এর ভেন্যু সম্পর্কে জেনে নেওয়া একান্ত প্রয়োজন। রাইজিংবিডির ক্রীড়া বিভাগ সে কাজটিই করছে।
ইউনিভার্সিটি ওভাল, ডানেডিন
বিশ্বকাপের তিনটি ম্যাচ হবে ডানেডিনের ইউনিভার্সিটি ওভাল স্টেডিয়ামে। মাত্র ছয় হাজার দর্শক ধারণ ক্ষমতা সম্পন্ন এই স্টেডিয়ামে কোন ফ্লাড লাইটের ব্যবস্থা নেই। সবগুলো ম্যাচ এখানে সকালে শুরু হবে। স্টেডিয়ামটি ডানেডিনের লোগান পার্কে অবস্থিত। গ্রীষ্ম মৌসুমে এখানে রাগবি খেলাও অনুষ্ঠিত হয়।
এ মাঠের পরিসংখ্যান
প্রথম টেস্ট ম্যাচ : ২০০৮ সালের ৪ জানুয়ারি বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্ট খেলে নিউজিল্যান্ড।
প্রথম ওয়ানডে : ২০১০ সালের ৮ ফেব্রুয়ারি বাংলাদেশের বিপক্ষে প্রথম ওয়ানডে খেলে নিউজিল্যান্ড।
ওয়ানডেতে সর্বোচ্চ রান : চলতি বছরের ২৩ জানুয়ারি শ্রীলঙ্কার বিপক্ষে ৫ উইকেটে ৩৬০ রান করে নিউজিল্যান্ড।
ওয়ানডেতে সর্বোচ্চ ইনিংস : শ্রীলঙ্কার বিপক্ষে লুক রঞ্চি ১৭০ রান করেন। গত ২৩ জানুয়ারি এ ম্যাচ অনুষ্ঠিত হয়।
সর্বাধিক রান : তিন ম্যাচে তিন ইনিংসে সর্বোচ্চ ১৯৪ রান করেছে টেলর।
সেরা বোলিং : ২০১২ সালের ৩ ফেব্রুয়ারি জিম্বাবুয়ের বিপক্ষে নিউজিল্যান্ডের রব নিকল ১৯ রানে ৪ উইকেট নেন।
সর্বাধিক উইকেট : দুই ম্যাচে পাঁচ উইকেট নিয়েছেন নিউজিল্যান্ডের পেসার ট্রেন্ট বোল্ট।
সেরা জুটি : গত ২৩ জানুয়ারি শ্রীলঙ্কার বিপক্ষে নিউজিল্যান্ডের ইলিয়ট ও রঞ্চি ষষ্ঠ উইকেট জুটিতে ২৬৭ রান করেন।
ওয়েস্টপ্যাক স্টেডিয়াম, ওয়েলিংটন
বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালসহ এই স্টেডিয়ামে বিশ্বকাপের তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে। ১৯৯৯ সালে তৈরী হওয়া এই স্টেডিয়ামের আসন সংখ্যা ৩৩ হাজার ৫০০। এটি নিউজিল্যান্ডের সবচেয়ে বড় স্টেডিয়াম। অধিকাংশ স্টেডিয়ামের মতো এই স্টেডিয়ামেও রাগবি খেলা হয়। রাগবি দল ওয়েলিংটন হারিকেন্সের নিজস্ব স্টেডিয়াম এটি।
এ মাঠের পরিসংখ্যান
প্রথম ওয়ানডে : ২০০০ সালের ৮ জানুয়ারি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ওয়ানডে খেলে নিউজিল্যান্ড।
সর্বোচ্চ রান : নিউজিল্যান্ডের বিপক্ষে অস্ট্রেলিয়া ২০০৫ সালের ৭ ডিসেম্বর ৫ উইকেটের বিনিময়ে ৩২২ রান করেন।
সর্বোচ্চ ইনিংস : অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটার অ্যান্ড্রু সাইমন্ডস সেই ম্যাচে ১৫৬ রান করেন।
সর্বাধিক রান : ১০ ম্যাচে ৯ ইনিংসে নাথান অ্যাস্টেল সর্বাধিক ৩৭৬ রান করেছেন।
সেরা বোলিং : ২০০৭ সালের ১৬ ফেব্রুয়ারি নিউজিল্যান্ডের শেন বন্ড ৯.৩ বলে ২৩ রানে ৫ উইকেট নেন।
সর্বাধিক উইকেট : নিউজিল্যান্ডের স্পিনার ড্যানিয়েল ভেট্টরি ১৯ ম্যাচে নিয়েছেন ১৯ উইকেট।
সেরা জুটি : ২০০৫ সালের ৭ ডিসেম্বর অ্যান্ড্রু সাইমন্ডস ও মাইকেল ক্লার্ক পঞ্চম উইকেটে ২২০ রান করেন নিউজিল্যান্ডের বিপক্ষে।
মন্তব্য চালু নেই