বিশ্বকাপ বাছাই পর্বের খেলা চালাকালীন অটোগ্রাফ দিতে ব্যস্ত গোলকিপার

পাগলাটে কাণ্ড বটে। এটিকে দায়িত্বজ্ঞানহীন নাকি খামখেয়ালীপনা ভাববো বুঝতে পারছি না।

২০১৮ বিশ্বকাপের বাছাই পর্বের খেলা চলছে। গোলকিপার জিয়ানলুইজি বুফোনের চোখ সে দিকেই। এমন সময় হঠাৎ মাঠে ঢুকে পড়লেন এক ক্ষ্যাপাটে সমর্থক। বুফোনের কাছে এসে আবদার ধরলেন তার জার্সিতে অটোগ্রাফের। খেলার দিকে চোখ রেখেই বুফোন অটোগ্রাফ দিয়ে দিলেন!

শনিবার ইতালিতে এমন ঘটনা ঘটে। সেই রাতে ৪-০ গোলে হারায় লিচটেনস্টেইনকে। ইতিহাসের অন্যতম সেরা গোলরক্ষক বুফোনের ওই কাণ্ড নিয়েই এখন আলোচনা। তবে সেই রাতে তাকে অবশ্য তেমন ব্যস্ত থাকতে হয়নি। বল বুফোনের কাছে এসেছে কমই। ৩৮ বছরের কিংবদন্তি অটোগ্রাফের আবদার ধরা ওই সমর্থককে চলে যেতে বলতে পারতেন। কিন্তু তা করেননি। খেলার পরিস্থিতির কারণেই হয়ত সাহস করেছেন অটোগ্রাফটা দিয়ে দেওয়ার।

নিজেদের গ্রুপে স্পেনের সাথে শীর্ষে ইতালি। কিন্তু বুফোন নিশ্চয়ই নিয়মিত এভাবে মাঠে ঢুকে পড়া দর্শকের জার্সিতে অটোগ্রাফ দেওয়ার আবদার মেটাবেন না। মঙ্গলবার ইতালি সান সিরোতে বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানির বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে। এমন প্রতিপক্ষের বিপক্ষে খেলার সময় ওই কাণ্ড ঘটালে কি হতে পারে তা সহজে অনুমেয়!



মন্তব্য চালু নেই