বিশ্বকাপ নিয়ে রুবেলের ভাবনা

চিত্রনায়কা নাজনীন আক্তার হ্যাপির করা নারী নির্যাতন মামলায় কিছুদিন বেশ কঠিন সময় পার করেছিলেন জাতীয় দলের এই পেসার। বুধবার বাংলাদেশের অনুশীলনের আগে সংবাদ সম্মেলনে এ প্রসঙ্গ তুলতেই সাংবাদিকদের কাছে রুবেলের সহজ উত্তর, ‘আমি দেশের জন্যে খেলছি এটাই বড়, বিশ্বকাপে কিভাবে ভালো করব সেটাই বড় চ্যালেঞ্জ। আর আমি মানসিক বিপর্যয় কাটিয়ে উঠেছি।’

এবারের বিশ্বকাপ অস্ট্রেলিয়াতে বলেই সেখানে পেসারদের দাপট বেশি থাকবে। সেখানে পেস সহায়ক বাউন্সি উইকেট বলেই পেসাররা চাইবেন কিছু একটা করে দেখাতে। বাংলাদেশ পেসার রুবেল হোসেনও তেমন কিছুই চাইছেন। অস্ট্রেলিয়াতে বিশ্বকাপ এটি রুবেলের কাছে চাপ নয়, বরং অনুপ্রেরণা। বুধবার দেশের মাটিতে বাংলাদেশের শেষ অনুশীলনের আগে রুবেল হোসেন মুখোমখি হয়েছিলেন সংবাদ মাধ্যমের। সেখানে তিনি তুলে ধরেছেন বিশ্বকাপ নিয়ে তার ভাবনার কথা।

অস্ট্রেলিয়ার উইকেট প্রসঙ্গে রুবেল বলেছেন, ‘সাধারণত একটু বাউন্সি উইকেট হলে পেসারদের জন্য সুবিধা হয়। বাউন্স দিয়ে ব্যাটসম্যানকে আঘাত করার অনেক কিছু থাকে। বাউন্সি উইকেটে পেস বোলারদের একটু লাইন লেন্থ মেইনটেন্স করতে হয়। সাধারণত আমরা বাউন্সি উইকেটে ওই রকম খেলি না। অস্ট্রেলিয়ার উইকেটে আমাদের ওইভাবে অনুশীলন করতে হবে। অনুশীলন করার পর সুযোগগুলো কাজে লাগাতে হবে।

ব্যক্তিগত লক্ষ্য নিয়ে এই পেসার বলেন, ‘আমাদের দেশে তেমন বাউন্সি উইকেট থাকে না। আমরা সচরাচর পাইও না। অস্ট্রেলিয়ার কন্ডিশনে আমাদের পেস বোলারদের জন্য একটা সুযোগ । এ সমস্ত উইকেটে আমাদের বুদ্ধি খাটিয়ে বল করতে বাধ্য হব। সুযোগ পেলে সেটা কাজে লাগানোর চেষ্টা করব। তবে ব্যক্তিগতভাবে সে রকম কোনো টার্গেট আসলে সেট করিনি। আমার মূল টার্গেট ভাল খেলতে হবে।’

বোলিং স্ট্রেন্থ নিয়ে রুবেল বলেন, ‘আমার স্ট্রেন্থ হলো বাউন্স, ইয়র্কার। এ ছাড়া ভাল জায়গায় ভাল বল করার চেষ্টাটা সব সময়ই তো থাকে।’

বিপদের সময় যারা রুবেলকে সাহস যুগিয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানাতে ভুলেননি রুবেল হোসেন। ‘যারা আমার অসময়ে আমার সাথে-আমার পাশে ছিলেন তাদের সবাইকে কৃতজ্ঞতা জানাচ্ছি।’

আসন্ন ওয়ানডে বিশ্বকাপে ভালো পারফর্ম করাই বাংলাদেশ ক্রিকেট দলের পেসার রুবেল হোসেনের মূল লক্ষ্য। অন্য কোনো বিষয় নিয়ে তিনি এখন ভাবছেন না বলেই সাংবাদিকদের জানালেন।



মন্তব্য চালু নেই