বিশ্বকাপ দেখতে গিয়ে শ্রীঘরে!

বিশ্বকাপ নিয়ে কতই না স্বপ্ন ছিল তার! স্বয়ং ব্রাজিলে বসে জমিয়ে উপভোগ করাবেন ফুটবল বিশ্বকাপ৷ গ্যালারিতে বসে দেখবেন মেসির পায়ের কারুকাজ। কিন্তু পুলিশের হাতে ধরা পড়ায় তার সেই আশার গুড়ে বালি পড়েছে। নকল ভিসা নিয়ে হাতেনাতে ধরা পড়তেই সব স্বপ্ন ধুলিসাৎ৷ এখন তিহার জেলে বসে দিন কাটছে বিশ বছরের অমৃত সিংয়ের ৷

বিশ্বকাপের স্বপ্ন চোখে মশার কামড় খেতে খেতে নিজের গালেই চড় মারছে সে৷ ব্রাজিলে গিয়ে স্বচক্ষে ফুটবল বিশ্বকাপ দেখবে বলে পাঞ্জাবের এই কলেজ পড়ুয়া ফুটবল প্রেমিক প্রায় ১৭ লক্ষ টাকা জোগার করেছিল ৷ ৯০ দিনের নকল ভিসা বানিয়ে সে পৌঁছে গিয়েছিল সাওপাওলো এয়ারপোর্টেও৷ কিন্তু সেখানেই তার গোলের স্বপ্ন গোল্লায় গেল৷ ইমিগ্রেশন অফিসার নকল ভিসা ধরে ফেললেন। ফলে আর ঢোকা সম্ভব হল না স্বপ্নে ব্রাজিলে৷ তাকে পাকড়াও করে সোজা ফেরত পাঠানো হল ভারতে৷ সঙ্গে সঙ্গে খবর দেওয়া হল এখানকার প্রশাসনকেও৷ এরপর সোজা তিহার জেল৷

পুলিশের জেরায় অমৃত জানিয়েছেন, নকল ভিসার জন্য মুম্বাইয়ের এক এজেণ্টকে দিয়েছিল ৫ লক্ষ টাকা৷ প্রথমে সেই এজেণ্ট চেয়েছিল ১০ লাখ। পরে সে পাঁচ লাখেই রাজি হয়৷ এবারে বিশ্বকাপ দেখতে যাওয়ার পরিকল্পনা সে করে রেখেছিল গত নভেম্বর মাস থেকেই৷কিন্তু ধরা পড়ার পর সব শেষ!



মন্তব্য চালু নেই