বিশ্বকাপের আর বাকি ৯৭ দিন

বিশ্বকাপে শচীনের বাজি ভারত

বিশ্বকাপে ধোনিদের শিরোপা ধরে রাখার প্রবল সম্ভাবনা রয়েছে বলে মনে করেন শচীনন টেন্ডুলকার। লন্ডনে তাঁর আত্মজীবনী ‘প্লেয়িং ইট মাই ওয়ে’ প্রকাশ অনুষ্ঠানে লর্ডসে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে শচীন বলেন, ‘এবারের বিশ্বকাপেও ভারত অন্যদের অবাক করে দিতে পারে। শিরোপা ধরে রাখার সম্ভাবনা রয়েছে ধোনিদের।’

আগামী বছর ফেব্রুয়ারি-মার্চে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে বসছে বিশ্বকাপ ক্রিকেটের ১১তম আসর। ১৫ ফেব্রুয়ারি, অ্যাডিলেড ওভালে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে বিশ্বকাপ অভিযান শুরু করছে বর্তমান চ্যাম্পিয়ন ভারত।

আত্মজীবনীর প্রকাশনা উৎসবের মাঝেও শচীনের কাছে ঘুরে ফিরে আসল বিশ্বকাপ প্রসঙ্গ। প্রশ্ন করা হল, অস্ট্রেলিয়ার মাটিতে সম্ভাব্য চ্যাম্পিয়ন কে হবে?  এ প্রশ্নের জবাবেই ভবিষ্যতদ্বাণী করলেন শচীন এবং নিজ দেশকেই এগিয়ে রাখলেন লিটল মাস্টার। তিনি বলেন, ‘অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের পিচে সবাই পেসারদের নিয়ে বাজি ধরলেও আমার মনে হয়, স্পিনাররাও বড় ভূমিকা নিতে পারে। ফলে ভারতের কাপ জয়ের সুযোগ রয়েছে।’

তবে ইংল্যান্ডের মাটিতে বসে ইংলিশদের শ্রেফ হতাশই করলেন মাস্টাCricket Ball বিশ্বকাপে শচীনের বাজি ভারতর ব্লাস্টার শচীন। খোদ লর্ডসে বসে জানিয়ে দিলেন অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের মাটিতে কোনই আশা নেই ইংল্যান্ডের।

শচীন বলেন, ‘ক্রিকেটে যে-কোনও কিছু সম্ভব৷‌ কিন্তু এখনকার ফর্মের বিচারে বলতে বাধ্য হচ্ছি, ইংল্যান্ডকে একেবারেই লড়াকু মনে হচ্ছে না৷‌’

২০১১ বিশ্বকাপজয়ী ভারতীয় দলের সদস্যের মতে, ২০১৫ বিশ্বকাপে সেমিফাইনাল হওয়ার সম্ভাবনা রয়েছে অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড এবং ভারতের মধ্যে৷’

এদিকে ভারতীয় মিডিয়া জানিয়েছে, ভক্ত সুধীরকে ভারতের খেরা দেখার জন্য অস্ট্রেলিয়া যাওয়ার ব্যবস্থা করে দেবেন শচীন। সারাগায়ে তেরঙ্গা এঁকে শচীনের নাম লিখে সারাক্ষণ গ্যলারিতে ভারতের পতাকা ওড়াতে থাকেন সুধীর। ভারতের এই ভক্ত এখন পরিচিত মুখ। শচীন নাকি তাকে কথা দিয়েছে, নিজ খরচে অস্ট্রেলিয়া পাঠানোর।

শচীন অবসর নেওয়ার পরও ভারতের খেলার সময় গ্যালারিতে দেখা যায় সুধীরকে। বুকে ‘মিস ইউ শচীন’ লিখেই মাঠে উপস্থিত হন তিনি।



মন্তব্য চালু নেই