বিশ্বকাপে বাংলাদেশের নবম জয়

পঞ্চমবারের মতো ওয়ানডে বিশ্বকাপে অংশ নিচ্ছে বাংলাদেশ। ১৯৯৯ সালে প্রথমবার বিশ্বকাপে খেলে লাল-সবুজের পতাকার ছোট্ট দেশটি। এরপর থেকে প্রতিটি বিশ্বকাপে খেলেছে তারা।

বুধবার পঞ্চম বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানকে ১০৫ রানে হারিয়েছে বাংলাদেশ। মাশরাফিদের ছুড়ে দেওয়া ২৬৮ রানের জবাবে ১৬২ রানে শেষ হয় আফগানিস্তানের ইনিংস।

এটি বিশ্বকাপে বাংলাদেশ নবম জয়। এর আগে ১৯৯৯ বিশ্বকাপে ২টি, ২০০৭ ও ২০১১ বিশ্বকাপে ৩টি করে ম্যাচ জেতে টাইগাররা।

১৯৯৯ সালে প্রথমবারের মতো বিশ্বকাপে অংশ নিয়ে চমক দেখায় বাংলাদেশ। সেবার স্কটল্যান্ডকে ২২ ও পাকিস্তানকে ৬২ রানে হারায় দেশটি।

চার বছর পর ২০০৩ বিশ্বকাপে ছয়টি ম্যাচ খেললেও একটি ম্যাচেও জয়ের মুখ দেখেনি। অবশ্য ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচের ফলাফল আসেনি।

এরপর ওয়েস্ট ইন্ডিজের অনুষ্ঠিত ২০০৭ বিশ্বকাপে বাংলাদেশ ৩টি জয় পায়। প্রথম ম্যাচে ভারতকে ৭ উইকেটে হারানোর পর তৃতীয় ম্যাচে বারমুডাকে একই ব্যবধানে হারায়। পরের জয়টি পায় দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পঞ্চম ম্যাচে। সেবারই প্রথম দক্ষিণ আফ্রিকাকে হারায় ৬৭ রানে।

২০১১ সালে নিজেরাই বিশ্বকাপ আয়োজন করে বাংলাদেশ। সেবার ঘরের মাঠে দর্শকদের আশা মেটাতে পারেনি টাইগাররা। যদিও গ্রুপ পর্বের চতুর্থ ম্যাচে চট্টগ্রামে ইংল্যান্ডকে ২ উইকেটে হারায় তারা। ইংল্যান্ডকে হারানোর আগে আয়ারল্যান্ডকে ২৭ রানে এবং পরে নেদারল্যান্ডসকে ৬ উইকেটে হারায় লাল-সবুজ জার্সিধারীরা।



মন্তব্য চালু নেই