বিশ্বকাপের সব আয় ফিলিস্তিনিদের দেবেন ওজিল
বিশ্বকাপ থেকে আয় করা সব অর্থ বিপর্যস্ত গাজার মানুষদের সহায়তায় দান করবেন জার্মান সুপার স্টার মেসুত ওজিল। এ খবর জানিয়েছে ইন্টারন্যাশনাল বিজনেস টাইম।
জার্মানির জাতীয় দলের এ খেলোয়াড় ৬০ হাজার মার্কিন ডলার গাজা’র জন্য প্রদান করবেন বলে জানা গেছে।
ওজিল কৈশোর বয়সে ততটা ধর্মীয় আচার অনুষ্ঠান অনুসরণ না করলেও ফুটবল ক্যারিয়ারে আসার পর তিনি যথেষ্ট ধর্মপ্রাণ হয়েছেন।
এবারের বিশ্বকাপে রোজা রেখেই মাঠ কাঁপিয়েছেন এ জার্মান তারকা। এছাড়া প্রতিটি ম্যাচের আগে তিনি নফল নামাজ এবং কোরআন তেলাওয়াত করে মাঠে নামতেন। ইসরায়েলকে সমর্থন করায় বিশ্বকাপে ফিফার এক কর্মকর্তার সঙ্গে হ্যান্ডশেক করেননি ওজিল।
তুর্কি বংশোদ্ভূত এ জার্মান তারকা বৃটিশ ক্লাব আর্সেনালে খেলেন। ২০০৬ সাল থেকে তিনি জার্মানির জাতীয় দলে খেলা শুরু করেন। এরপর ২০১০ সালে দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপ ফুটবলে তিনি সবার নজরে আসেন। ওই বছর ভাল খেলার জন্য তিনি গোল্ডেন বলের জন্য মনোনীত হন।
মন্তব্য চালু নেই