বিশ্বকাপগামী দলকে নৈশভোজে আমন্ত্রণ প্রধানমন্ত্রীর

গত ১২ জানুয়ারি মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে জিম ও গ্রুপ মিটিং করে বিশ্বকাপের ক্যাম্প শুরু করে বাংলাদেশ দল। বুধবার বিকেলে অনুশীলন করে দেশের মাটিতে বিশ্বকাপ ক্যাম্প শেষ করলেন টাইগাররা।

দুপুর দেড়টায় শুরু হয় শেষ দিনের অনুশীলন। যা শেষ হয় বিকেল গড়িয়ে সন্ধ্যার পর। বিসিবি সূত্রে জানা গেছে, বুধবার রাতে বিশ্বকাপগামী দলকে নৈশভোজে আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুশীলনের পর সরাসরি গণভবনে যাবেন ক্রিকেটার, ম্যানেজার ও কোচিং স্টাফরা।

সেখানে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন, অপাররেশন্স কমিটির চেয়ারম্যান নাঈমুর রহমান দূর্জয়ের উপস্থিত থাকার কথা রয়েছে। ক্রিকেটার ও বোর্ড কর্মকর্তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী।

আগামী ২৪ জানুয়ারি অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে দেশ ছাড়বে বিশ্বকাপ দল। বৃহস্পতিবার টিম ফটোসেশন হবে। এরপর কোচ চন্ডিকা হাথুরুসিংহে ও অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা সংবাদ সম্মেলন করবেন।

অস্ট্রেলিয়ার ব্রিসেবেনে ২৮ জানুয়ারি থেকে ক্যাম্প শুরু করবে বাংলাদেশ। বিশ্বকাপের আগে সেখানে ক্যাম্প করবে মাশরাফি-মুশফিকরা। সাকিব আল হাসান এখন অস্ট্রেলিয়াতে। বিগ ব্যাশের সফল মিশন শেষে দলের সঙ্গে ব্রিসবেনেই যোগ দিবেন তিনি।

বিশ্বকাপ স্কোয়াড : মাশরাফি বিন মুর্তজা, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, তামিম ইকবাল, মাহমুদুল্লাহ রিয়াদ, নাসির হোসেন, সাব্বির রহমান রুম্মান, মুমিনুল হক, রুবেল হোসেন, আল-আমিন হোসেন, তাসকিন আহমেদ, সৌম্য সরকার, এনামুল হক বিজয়, তাইজুল ইসলাম ও আরাফাত সানী।



মন্তব্য চালু নেই