বিশাল অর্থের প্রস্তাব প্রত্যাখ্যান করলেন রিচা চাড্ডা !

কৃষ্ণ সুন্দরী হিসেবে পরিচিত ভারতের জনপ্রিয় অভিনেত্রী রিচা চাড্ডা একটি রঙ ফর্সাকারী ক্রিম কোম্পানির বিশাল অর্থের প্রস্তাব প্রত্যাখ্যান করলেন। কোম্পানিটি তাদের ব্র্যাান্ড অ্যাম্বাসেডর করতে তাকে এই বিশাল অর্থের প্রস্তাব করেছিলো।

রিচা চাড্ডা হিন্দি সিনেমার বৈচিত্রময় অভিনেত্রীদের একজন। হিন্দি মূল ধারার সিনেমা থেকে বিকল্পধারার সিনেমাতেই তার উপস্থিতি বেশী। রঙ ফর্সাকারী ক্রিমের প্রস্তাব সম্পর্কে তিনি বলেন, ওই ব্র্যাতন্ডটি আমাকে তাদের কোম্পানির ফেইস করতে চেয়েছিলো। বিনিময়ে বিশাল অর্থেরও প্রস্তাব করেছিলো। কিন্তু আমি তাদের প্রস্তাবে সাড়া দেইনি।

উল্লেখ্য, রিচা চাড্ডা এখন বেশ উত্তেজিত তার অভিনীত সিনেমা ‘মাসান’ নিয়ে। কারণ আসন্ন ৬৮তম কান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে তা প্রদর্শিত হতে যাচ্ছে।



মন্তব্য চালু নেই