বিলাসবহুল রেস্টুরেন্টের খাবারে কাপড়ের রঙ

টিপটপ কাচে ঘেরা রেস্টুরেন্ট। ভেতরে সুগন্ধিযুক্ত বাহারি খাবার। আছে ফুল ও প্রকৃতির ছোঁয়াও। কিন্তু নেই শুধু খাবারের মানের নিশ্চয়তা। এমনই একটি ‘প্রখ্যাত’ রেস্টুরেন্ট ‘এবাকাস’। মানুষগুলোর পছন্দের শীর্ষে থাকা এই রেস্টুরেন্টটির খাবারে মেশানো হয় কাপড়ে ব্যবহার করা রঙ।

গতকাল সোমবার সন্ধ্যায় রাজধানীর গুলশানের ‘এবাকাস’ রেস্টুরেন্টে অভিযান চালিয়েছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব -১)। ডিএডি একরামুল হকের নেতৃত্বে এ অভিযানটি পরিচালনা করেন র‌্যাব-১ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট ফিরোজ আহমেদ।

2016_06_21_16_55_12_dEWY67QHdSkIXsPi9FIUvsMcsVODyj_original

অভিযান শেষে তিনি জানান, প্রস্তুতকৃত খাবারে কাপড়ের রং ব্যবহার ও মেয়াদোত্তীর্ণ পাউরুটি উৎপাদন ও বিক্রির অপরাধে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। এ সময় উত্তর সিটি কর্পোরেশনের ঢাকার নিরাপদ স্বাস্থ্য পরিদর্শক মো. হারুনুর রশীদও উপস্থিত ছিলেন।



মন্তব্য চালু নেই