বিরামপুরে জাতীয় আইনগত সহায়তা দিবসে আলোচনা ও রিক্সা র্যালী
দিনাজপুর জেলার বিরামপুর উপজেলায় ২৮ এপ্রিল মঙ্গলবার “সরকারি আইন সহায়তা পাওয়ার উন্মুক্ত হলো দ্বার বিকল্প বিরোধ নিস্পত্তি সংযুক্ত হলো এবার” প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় আইনগত সহায়তা দিবসে আলোচনা ও বর্ণাঢ্য রিক্সা র্যালী হয়েছে।
বিরামপুর উপজেলা চত্ত্বরে এইড কুমিল্লা, জাস্টিস ফর অল দিনাজপুর প্রোজেক্টের আওতায় এইড কুমিল্লা ফিল্ড অফিসার শিউলী বেগমের সভাপত্বিতে বক্তব্য রাখেন, বিরামপুর উপজেলা নির্বাহী অফিসার এস এম মনিরুজ্জামান আল মাসউদ, বিরামপুর কলেজের জি বি সদস্য মিজানুর রহমান, নিউজ ডায়েরী বিডির প্রকাশক ও সম্পাদক মাহমুদুল হক মানিক, ইউনিয়ন উদ্যক্তা আমিরুল ইসলাম ও শফিকুল ইসলাম প্রমূখ। আলোচনা সভার শেষে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়।
মন্তব্য চালু নেই