বিমানের ফিরতি হজ ফ্লাইটে ভোগান্তি
বাংলাদেশ বিমানের প্রথম ফিরতি হজ ফ্লাইট প্রায় ছয় ঘণ্টা বিলম্ব হচ্ছে। সোমবার সকাল ৯টা ২০ মিনিটে ফ্লাইটটি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা ছিলো।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বিমানের জনসংযোগ কর্মকর্তা তাসরিনা জানান, বিকাল ৩-৪টা নাগাদ ফ্লাইটটি এসে পৌঁছুবে। এই ফ্লাইটে ৪১০ জন হাজি ফিরছেন বলে জানান তিনি।
এদিকে ফ্লাইট বিলম্বিত হওয়ায় ভোগান্তিতে পড়েছে বিমানবন্দরে অবস্থানরত হাজিদের স্বজনরা। হজ চলাকালীন দুর্ঘটনার খবরে এমনিতেই সবাই দুশ্চিন্তায় রয়েছেন। এর মধ্যে বিলম্বিত ফ্লাইটের কারণ সম্পর্কে নির্দ্দিষ্ট কোনো তথ্য না পাওয়ার তাদের মধ্যে উৎকণ্ঠা আরও বাড়ছে।
হাজিদের নিয়ে বিমানের ফ্লাইট আগামী ২৮ অক্টোবর পর্যন্ত অব্যাহত থাকবে। ১ লাখ ৭ হাজার ২৯০ জন হজযাত্রীর মধ্যে জাতীয় পতাকাবাহী বাংলাদেশ বিমান ঢাকা-জেদ্দার মধ্যে ১৪০টি ফিরতি ফ্লাইট পরিচালনা করে ৫৪ হাজার ৮৪৫ জন হজযাত্রী বহন করবে। এর মধ্যে নির্ধারিত ৩১টি ফ্লাইটসহ ১০৯টি বিশেষ ফ্লাইট রয়েছে।
বাকি হজযাত্রীরা সৌদি এয়ারলাইনসের ফ্লাইটে দেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে।
গতকাল রবিবার থেকে ফিরতি হজ ফ্লাইট শুরু হয়েছে। বিকাল সাড়ে ৫টায় সৌদি আরব থেকে ৩০৫ জন হাজি নিয়ে সৌদি এয়াবিয়ান এয়ারলাইন্সের ফিরতি প্রথম ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
উল্লেখ্য, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ১৬ আগস্ট থেকে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত ঢাকা-জেদ্দার মধ্যে সরাসরি ফ্লাইট পরিচালনা করে।
মন্তব্য চালু নেই