বিমানবন্দরে হামলা: সিহাব ৫ দিনের রিমান্ডে
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ছুরিকাঘাতে আনসার সদস্য নিহতের ঘটনায় গ্রেফতার সিহাবকে ৫ দিনের রিমান্ড দিয়েছেন আদালত।
রোববার তাকে ঢাকা সিএমএম আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন কাউন্টার টেরোরিজমের পরিদর্শক মাহবুবুল আলম। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম মাহমুদুল হাসানের আদালত ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
উল্লেখ্য, গত ৬ নভেম্বর সন্ধ্যায় বিমানবন্দরের বহির্গমনের ২নং গেট দিয়ে প্রবেশের চেষ্টা করেন সিহাব নামে এক ব্যক্তি। এ সময় কর্তব্যরত নিরাপত্তারক্ষীরা বাধা দিলে এলোপাতাড়ি ছুরিকাঘাত করেন তিনি। এতে সোহাগ আলী নামে এক আনসার সদস্য নিহত হন। আহত হয়ে সিএমএইচে ভর্তি আছেন আনসারের আরেক সদস্য সহকারী প্লাটুন কমান্ডার (এপিসি) জিয়াউর রহমান।
এছাড়া এপিবিএনের দুই সদস্য কনস্টেবল আশিক ও কনস্টেবল ইশতিয়াককে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়।
এর আগে ঘটনার পরদিন বিমানবন্দর থানায় সিহাবকে আসামি করে আনসারের কোম্পানি কমান্ডার আশরাফুল আলম বাদি হয়ে একটি মামলা করেন। সিহাব ঘটনার দিন থেকে ঢামেকে চিকিৎসাধীন ছিল।
মন্তব্য চালু নেই