বিমানবন্দরে দর্শনার্থী প্রবেশে নিষেধাজ্ঞা

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আগমন ও বহির্গমন হলে আজ মঙ্গলবার থেকে আগামী ১০ এপ্রিল পর্যন্ত দর্শনার্থী প্রবেশ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

ঢাকায় অনুষ্ঠিতব্য ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) ১৩৬তম সম্মেলন উপলক্ষে এই নিষেধাজ্ঞা জারি করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ।

মঙ্গলবার সংস্থাটির জনসংযোগ কর্মকর্তা এ কে এম রেজাউল করিম সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, আইপিইউ সম্মেলন ঘিরে সার্বিক নিরাপত্তার স্বার্থে আজ থেকে ১০ এপ্রিল পর্যন্ত বিমানবন্দরের আন্তর্জাতিক আগমন ও বহির্গমন হলে কোনো দর্শনার্থী প্রবেশ করতে পারবেন না।

উল্লেখ্য, আগামী ১ এপ্রিল জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় আইপিইউ সম্মেলনের উদ্বোধন হবে। এরপর ৫ এপ্রিল পর্যন্ত বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সম্মেলন চলবে।



মন্তব্য চালু নেই