বিভিন্ন বোর্ডে পাসের হার ও জিপিএ-৫

এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে শনিবার সকাল ১০টায় হস্তান্তর করেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

এ সময় শিক্ষামন্ত্রী দেশের বিভিন্ন বোর্ডে এসএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার ও জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের পরিসংখ্যান প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরেন।

শিক্ষামন্ত্রী জানান, এ বছর ঢাকা বোর্ডে মোট পাসের হার ৮৮.৪৮। এ বোর্ডে মোট জিপিএ-৫ পেয়েছে ৩৬ হাজার ৮০১ জন শিক্ষার্থী। কুমিল্লা বোর্ডে মোট পাসের হার ৮৪.২২। মোট জিপিএ-৫ পেয়েছে ১০ হাজার ১৯৫ জন শিক্ষার্থী। চট্টগ্রাম বোর্ডে মোট পাসের হার ৮২.৭৭। মোট জিপিএ-৫ পেয়েছে ৭ হাজার ১১৬ শিক্ষার্থী। রাজশাহী বোর্ডে মোট পাসের হার ৯৪.৯৭। সিলেট বোর্ডে মোট পাসের হার ৮১.৮২। মোট জিপিএ-৫ পেয়েছে ২ হাজার ৪৫২ জন শিক্ষার্থী। দিনাজপুর বোর্ডে মোট পাসের হার ৮৫.৮৫। যশোর বোর্ডে মোট পাসের হার ৮৪.০২। বরিশাল বোর্ডে মোট পাসের হার ৮৪.৩৭। এ বোর্ডে মোট জিপিএ-৫ পেয়েছে ৩ হাজার ১৭১ শিক্ষার্থী।

এ ছাড়া মাদ্রাসা শিক্ষা বোর্ডে মোট পাসের হার ৯০.০২ এবং কারিগরী শিক্ষা বোর্ডে মোট পাসের হার ৮৩.০১।



মন্তব্য চালু নেই