বিপিএলে তাসকিনের মাইলফলক

চট্টগ্রামে বিপিএলের দ্বিতীয় পর্বের দ্বিতীয় দিন বিধ্বংসী বোলিং উপহার দিয়েছেন তাসকিন আহমেদ। বাংলাদেশ জাতীয় দলের এই পেসার চিটাগং ভাইকিংসের হয়ে রাজশাহীর বিপক্ষে দুর্দান্ত বোলিং পারফরম্যান্স উপহার দেন। মাত্র ৩১ রান দিয়ে ৫ উইকেট নেন এই টাইগার পেসার।

শুক্রবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আগে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৯০ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায় চিটাগং কিংস। জবাবে ব্যাটিংয়ে নেমে তাসকিনের বিধ্বংসী বোলিংয়ের মুখে নির্ধারিত ওভারে ৯ উইকেটে ১৭১ রানেই আটকে যায় রাজশাহীর কিংস। ফলে ১৯ রানের জয় দিয়ে ছন্দে ফেরে আগের চার ম্যাচে হেরে যাওয়া চিটাগং।

বাংলাদেশের মাত্র তৃতীয় বোলার হিসেবে বিপিএলে এক ম্যাচে পাঁচ উইকেট নেয়ার কীর্তি গড়েন তাসকিন। ২০১৫ সারে বিপিএলের তৃতীয় আসরে বরিশাল বুলসের হয়ে আল-আমিন হোসেন সর্বপ্রথম এই মাইলফলক স্পর্শ করেন; ৩৬ রান দিয়ে নেন ৫ উইকেট। অন্যদিকে রাজশাহী কিংসের আবুল হাসান রাজু নেন ২৮ রানে ৫ উইকেট। শুক্রবার সেই তালিকায় যোগ দিলেন তাসকিন।

সব মিলিয়ে বিপিএলে মাত্র ছয়জন বোলার এখন পর্যন্ত এক ইনিংসে পাঁচ উইকেট নেয়ার কীর্তি গড়েন। তাসকিন, আল-আমিন ও রাজু ছাড়া মোহাম্মদ সামি, কেভন কুপার ও থিসারা পেরেরা এই তালিকায় রয়েছেন। মাত্র ৬ রান দিয়ে ৫ উইকেট নেয়া সামি বিপিএলে সেরা বোলিং ফিগারের মালিক।



মন্তব্য চালু নেই