বিপাশার জন্য ‘কবি’ বনে গেলেন করন!
হবু স্ত্রী ও বাঙালি ললনা বলিউডের জনপ্রিয় অভিনেত্রী বিপাশা বসুর জন্য শেষ পর্যন্ত কবি হিসেবে দেখা গেল ‘হেটস্টোরি’ খ্যাত তারকা অভিনেতা করন সিং গ্রোভারকে। আসছে ৩০ এপ্রিল বিপাশাকে বিয়ে করছেন তিনি, কিন্তু তার মাত্র এক সপ্তাহ আগে সোশাল সাইটে কবিতা লিখে আলোচনায় তিনি!
সব গুঞ্জন আর অনিশ্চয়তার অবসান ঘটিয়ে অবশেষে নিজের মুখেই বিয়ের ঘোষণা দিলেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ও বাঙ্গালি ললনা বিপাশা বসু এবং ‘হেটস্টোরি’ খ্যাত অভিনেতা করন সিং গ্রোভার। চলতি মাসের ৩০ তারিখে বিয়ের লগ্ন ঠিক হয়েছে তাদের। আর বিয়ের মাত্র সাতদিন আগে হবু স্ত্রীকে নিয়ে কবিতা লিখলেন করন।
কাব্যময় ভঙ্গিতে হবু স্ত্রী বিপাশার সঙ্গে একটি সাদা-কালো শেয়ার করে করন লিখেছেন, তুমি অন্ধকার দূরে সরিয়ে দাও। তুমি আমার সমস্ত যন্ত্রণা দূরে সরিয়ে দাও। সমস্ত ঝড় উপেক্ষা করে তুমি আমার সঙ্গে হাঁটো, রৌদ্রজ্জল দিনে আমার সঙ্গে হাঁটো। এমনকি বৃষ্টিতেও… …” এমনই আরও অনেক লাইন লিখেছেন করণ।
আরমাত্র দিন সাতেক পরেই বিয়ের পিঁড়িতে বসবেন বিপাশা। শপিং, নিমন্ত্রণ সবই চলছে দেদারসে। কাছের বন্ধু বান্ধবদেরও আমন্ত্রণ জানিয়েছেন বিপাশা-করন।
মন্তব্য চালু নেই