বিপদ মুক্ত মেসি, খুব শীঘ্রই ফিরছেন মাঠে

চলতি বছরের ৬ জুন চিলির বিপক্ষে ম্যাচ দিয়ে কোপা আমেরিকার যাত্রা শুরু করার কথা রয়েছে গেরার্ড মার্টিনো শিষ্যদের।

তবে শুক্রবার সান হুয়ানে অনুষ্ঠিত হুন্ডুরাসের বিপক্ষে অনুশীলন ম্যাচে ইনজুরির কবলে পড়েন আজেন্টিনার আইকন খেলোয়াড় মেসি।

এখন ভক্তদের জন্য আশার কথা হল মেসির পিঠের ইনজুরি বেশ দ্রুততার সঙ্গে সেরে উঠছে বলে জানিয়েছেন আর্জেন্টিনা ফুটবল দলের চিকিৎসক ডেনিয়েল মার্টিনেজ।

কোচ গেরার্ড মার্টিনো জানিয়েছেন, ‘মেসি এখন অনেক বেশী সুস্থ বোধ করছেন। ব্যথার মাত্রাও কমে এসেছে। প্রতিদিনই তার উন্নতি ঘটছে। তিনি যে ধরনের আঘাত পেয়েছেন তাতে বিভিন্ন প্রকারের চিকিৎসার প্রয়োজন রয়েছে।’

উল্লেতিত, অনুশীলন ম্যাচটিতে দ্বিতীয়ার্ধের খেলার মাঝপথেই একটি বলের দখল নিয়ে প্রতিপক্ষের খেলোয়াড়ের সঙ্গে জোড়ালো ধাক্কা খাওয়ার পরপরই মাঠে লুটিয়ে পড়েন মেসি।

চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যেতে হয় তাকে। এ সময় তিনি পিঠের নিচের অংশে আঘাত লেগেছে বলে জানানো হয়।



মন্তব্য চালু নেই