বিনোদিনী রাধিকা (ভিডিও)
‘চোখের বালি’-র বিনোদিনী। রবীন্দ্রনাথের এই অসাধারণ সৃষ্টি আবার আসছে পর্দায়। তবে ছোটোপর্দায়। রবীন্দ্রনাথের গল্প ও উপন্যাসগুলো নিয়ে ‘স্টোরিজ অব রবীন্দ্রনাথ ঠাকুর’ নামক একটি টেলিভিশন সিরিজ় করছেন বলিউডের পরিচালক অনুরাগ কাশ্যপ। ‘চোখের বালি’-ও থাকছে তার মধ্যে। সেখানে বিনোদিনী হয়েছেন অভিনেত্রী রাধিকা আপ্তে।
এর আগে ঋতুপর্ণ ঘোষের ‘চোখের বালি’-তে ঐশ্বরিয়া এই চরিত্রে অভিনয় করেছিলেন। এবার সেই রাস্তায় হাঁটছেন রাধিকা আপ্তে। ঐশ্বরিয়ার গ্ল্যামারের ছটায় ঢেকে পড়ার ভয় নেই রাধিকার। দর্শকের কাছে তিনি তার গ্রহণযোগ্যতাটা আগেই তৈরি করে রেখেছেন। তবে, এ তো আর সাধারণ চরিত্র নয়। বিনোদিনী। তাই টেনশন তো একটু আছেই।
অনুরাগ কাশ্যপের ‘স্টোরিজ অব রবীন্দ্রনাথ’ টিভি সিরিজটিতে চোখের বালি ছাড়াও থাকছে নষ্টনীড়, কাবুলিওয়ালা, অতিথি। নষ্টনীড়-এর চারুলতার জন্য তিনি নির্বাচন করেছেন ‘কাই পো চে’-র অমৃতা পুরিকে।
দেখুন: স্টোরিজ অব রবীন্দ্রনাথ ঠাকুর টিভি সিরিজের ফার্স্ট লুক
মন্তব্য চালু নেই