বিধিমালা পাওয়ার পর পৌর নির্বাচনের তফসিল

বিধি না হওয়া পর্যন্ত পৌরসভা নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে না বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দিন আহমেদ।

শনিবার সকালে বাংলাদেশ নির্বাচন কমিশন সাভার উপজেলা সার্ভার স্টেশন পরিদর্শনকালে সাংবাদিকদের তিনি একথা বলেন।

প্রথমবারের মতো পৌরসভাসহ স্থানীয় সরকারের সব নির্বাচন দলীয় প্রতীকে করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আগামী ডিসেম্বরে পৌরসভা নির্বাচন অনুষ্ঠানের মধ্য দিয়ে এই সিদ্ধান্ত শুরু হবে। এ কারণে নির্বাচনী বিধিমালা ও আচারণবিধির সংশোধনী প্রস্তাব স্থানীয় সরকার মন্ত্রণালয়ে পাঠিয়েছে নির্বাচন কমিশন। নভেম্বরের প্রথম সপ্তাহে পাঠালেও এখনো তা হাতে পায়নি কমিশন।

দায়িত্বে অবহেলা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এমন হুঁশিয়ারি দিয়ে সিইসি মাঠ পর্যায়ের নির্বাচনী কর্মকর্তাদের সঠিকভাবে দায়িত্ব পালন করার আহবান জানান।

এসময় ঢাকা আঞ্চলিক নির্বাচনী কর্মকর্তা মিহির সারওয়ার, সিনিয়র জেলা নির্বাচনী কর্মকর্তা মো. শাহা আলম ও সাভার উপজেলা নির্বাচনী কর্মকর্তা মমিন মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।



মন্তব্য চালু নেই