‘বিদ্রোহে জড়িতরা সে দিন প্রধানমন্ত্রীর দাওয়াত খেয়েছেন’
বিডিয়ার বিদ্রোহে জড়িতরা সে দিন প্রধানমন্ত্রীর দাওয়াত খেয়েছেন বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য বিগ্রেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহ।
বৃহস্পতিবার সকালে রাজধানীর বনানী সামরিক গোরস্থানে বিডিয়ার বিদ্রোহের শহীদদের কবরে শ্রদ্ধা জানানো শেষে তিনি এসব কথা বলেন।
বিডিয়ার বিদ্রোহে যারা জড়িত ছিল তাদের নাম বলার অপেক্ষা রাখে না মন্তব্য করে হান্নান শাহ বলেন, এ বিদ্রোহে যারা জড়িত ছিল তারা সেদিন প্রধানমন্ত্রীর দাওয়াত খেয়েছেন।
এই হত্যাকাণ্ডের নেপথ্য নায়কদের বের করতে সেনাবাহিনীকে তদন্তের দায়িত্ব দেয়া হয়নি জানিয়ে তিনি বলেন, এতকিছুর পরেও কি বলতে হয় কারা জড়িত ছিল?
বিডিয়ার বিদ্রোহের কয়েক দিনের মধ্যে একজনকে পদোন্নতি দিয়ে হত্যায় জড়িতদের উৎসাহিত করা হয়েছিল-যোগ করেন তিনি।
তিনি আরও বলেন, বিডিয়ার বিদ্রোহে যে তদন্ত কমিটি গঠন করা হয়েছিল তদন্ত কমিটির সে তদন্ত রিপোর্টও প্রকাশ করা হয়নি। এসময় জনসম্মুখে পূর্ণাঙ্গ তদন্ত রিপোর্ট প্রকাশ করার দাবি জানান আ স ম হান্নান শাহ।
মন্তব্য চালু নেই