বিদ্যুৎ উৎপাদন লক্ষ্যমাত্রা বাড়ছে

আগামী পাঁচ বছরে ১২ হাজার ৮৫৩ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করা হচ্ছে। এর মধ্যে সরকারি খাতে ৬০ শতাংশ এবং বেসরকারি খাতে ৪০ শতাংশ। সংখ্যাগত হিসেবে এটি যথাক্রমে ৭ হাজার ৬৮২ এবং ৫ হাজার ১৭১ মেগাওয়াট।

সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনায় (২০১৬-২০) এ লক্ষ নির্ধারণ করা হচ্ছে।

রোববার রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনার খাতভিত্তিক আলোচনায় বিদ্যুৎ উৎপাদন প্রসঙ্গে এ তথ্য তুলে ধরা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সাধারণ অর্থনীতি বিভাগের সিনিয়র সদস্য ড. শামসুল আলম।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন। বিশেষ অতিথি ছিলেন, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশারফ হোসেন, অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান এবং বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।



মন্তব্য চালু নেই