বিদ্যা দেবীকে বরণ করে নিতে চলছে শেষ প্রস্তুতি

প্রান্ত রনি, রাঙামাটি: সরস্বতী পূজাকে সামনে রেখে স্কুল-কলেজ পড়ুয়া শিক্ষার্থীদের মধ্যে জমে উঠেছে উৎসাহ-উদ্দীপনার সময়। বিদ্যা দেবী প্রতিবছরের ন্যায় এবারও আসছে এ অপেক্ষায় প্রহর গুনছে সনাতন ধর্মালম্বীরা শিশু কিশোররা।

১ ফেব্রুয়ারি সরস্বতী পূজা। এবং ২ ফেব্রুয়ারি অনুষ্টিত হতে যাচ্ছে এস,এস,সি ২০১৭ এর সমাপনি পরীক্ষা।

এদিকে,পূজার প্রতিমা নির্মাণকে কেন্দ্র করে ব্যাস্ত সময় পার করছেন প্রতিমা কারিগররাও।

প্রতিমা কারিগর নয়ন দে বলেন,অনেক প্রতিমার নির্মাণ কাজ শেষ হয়েছে। কিছু সংখ্যক কাজ এখনো হাতে আছে। তবে পূজোর আগেই সব সম্পূর্ণ করা যাবে।

তারমধ্যে অনেকেই প্রতিমা নিয়ে যাচ্ছে।আমরা সারা বছরই প্রতিমা নির্মাণ করি। তবে অন্য সময়ের তুলনায় এসময়ে ব্যাস্ত সময় পার করছি বলে জানান তিনি।

পূজা আয়োজক বাবু নন্দী জানান, ইতেমধ্যেই আমরা পূজোর স্টেজের কাজ শুরু করেছি। তবে গত বারেই চেয়ে এবারের পূজো অনেক উৎসব মূখর করার চেষ্টায় আছি।

জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অমর কুমার দে জানিয়েছেন, এবার জেলা শহর ও উপজেলাসহ শতাধিক পূজার আয়োজন করা হয়েছে। নিরাপত্তার বিষয়ে জেলা প্রশাসনের সাথে আমাদের সার্বিক যোগাযোগ রয়েছে।



মন্তব্য চালু নেই