অবশেষে বিদেশ যাওয়ার অনুমতি পেলেন শফিক রেহমান
আটকে দেবার কয়েক ঘণ্টার মধ্যেই সাংবাদিক শফিক রেহমানকে বিদেশ ভ্রমণের অনুমতি দিল ইমিগ্রেশন পুলিশ। বৃহস্পতিবার দুপুর ১টার দিকে ইমিগ্রেশন পুলিশ কর্মকর্তারা সিনিয়র এই সাংবাদিককে ফোন দিয়ে জানান, তার বিদেশ ভ্রমণে কোনো বাধা নেই। শফিক রেহমানের স্ত্রী তালেয়া রেহমান ক্যান্সার আক্রান্ত। স্ত্রীর পাশে থাকার জন্য তিনি লন্ডনে যেতে চান।
তিনি জানান, টার্কিশ এয়ারলাইন্সের শুক্রবার সকালের ফ্লাইটে তিনি লন্ডন যেতে চান।
শফিক রেহমান গণমাধ্যমকে বলেন, ‘আমি কোন কনফারেন্স বা মিটিংয়ে যাচ্ছি না। আমার স্ত্রীর একটি বড় অপারেশন হবার কথা ২৭শে ফেব্রুয়ারি। এ সময় তার পাশে থাকা দরকার। এটা একটা মানবিক কারণ।’
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদকে অপহরণ ও হত্যা পরিকল্পনা মামলায় গত বছরের ১৬ই এপ্রিল গ্রেফতার করা হয়েছিল শফিক রেহমানকে। এ সময় তার পাসপোর্টও জব্দ করা হয়। ৬ সেপ্টেম্বর তিনি জামিনে মুক্তি পান।
সম্প্রতি তার পাসপোর্টও ফেরত দেওয়া হয়।
বৃহস্পতিবার সকালে টার্কিশ এয়ারলাইন্সের বিমানে লন্ডন যাবার উদ্দেশে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গেলে ইমিগ্রেশন পুলিশ তাকে আটকে দেয়।
মন্তব্য চালু নেই