বিদেশী পিস্তলসহ যুবক গ্রেফতার করেছে নোয়াখালী গোয়েন্দা পুলিশ
এম.এ আয়াত উল্যা, স্টাফ রিপোর্টার, নোয়াখালী : নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার সিরাজপুর ইউনিয়নে অভিযান চালিয়ে বিদেশী পিস্তল ও গুলিসহ জহির হোসেন স্বপন (২৮) নামের এক যুবককে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। রোববার (২৭ মার্চ) সকালে ইউনিয়নের উদরাজপুর গ্রামের নিজ বাড়ী থেকে স্বপনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত স্বপন কোম্পানীগঞ্জ উপজেলার সিরাজপুর ইউনিয়নে উদরাজপুর গ্রামের নুর মোহাম্মদের ছেলে। জেলা গোয়েন্দা পুলিশের ইনচার্জ (ওসি) আতাউর রহমান ভুইয়া জানান, ডিবি পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে রোববার সকালে উপজেলার সিরাজপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের উদরাজপুর গ্রামের নুর মোহাম্মদের বাড়িতে অভিযান চালায়।
এসময় তার ছেলে জহির হোসেন স্বপনকে একটি বিদেশী পিস্তল, ৭ রাউন্ড গুলি, ২টি ম্যাগজিন, ১৮ রাউন্ড শর্টগানের গুলি, ১৮ রাউন্ড রিভলবারের গুলি ও ৪টি রামদা সহ গ্রেফতার করে। গ্রেফতারকৃত স্বপনের বিরুদ্ধে অস্ত্র আইনে থানায় মামলা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠনো হবে।
মন্তব্য চালু নেই