বিদেশি হত্যায় শুধু বড়ভাই নয় আরো নেতা জড়িত

ইতালির নাগরিক তাভেল্লা সিজার হত্যাকাণ্ডে শুধু বড়ভাই নয় আরো রাজনীতিবিদরা জড়িত বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। মঙ্গলবার দুপুরে সচিবালয়ের নিজ কক্ষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

কামাল বলেন, ‘বিদেশি হত্যাকাণ্ড নিয়ে কোনো জজ মিয়া নাটক সাজানো হবে না। প্রকৃত ঘটনাই সবার সমনে প্রকাশ করা হবে।’

দু’টি হত্যাকাণ্ড পৃথক লোকজন করলেও মোটিভ একই উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘গোয়েন্দারা হত্যাকাণ্ডের রহস্যের নানা দিক উদঘাটন করেছেন। এখন সব মিলিয়ে দেখার জন্য বিলম্ব হচ্ছে। দু-একদিনের মধ্যে বিস্তারিত জানানো হবে।’

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘দেশকে সন্ত্রাসী রাষ্ট্রে পরিণত করার জন্য দেশি-বিদেশি চক্র ষড়যন্ত্র করছে। এই ষড়যন্ত্রের অংশ হিসেবে এই দুই বিদেশি নাগরিককে খুন করা হয়েছে। এ হত্যাকাণ্ডে শুধু বড়ভাই নয়, রাজনীতির সঙ্গে জড়িত এমন অনেকেই সম্পৃক্ত রয়েছে। ইতিমধ্যে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদেরও শিগগিরই গ্রেপ্তার করা হবে।’



মন্তব্য চালু নেই