বিদেশি নাগরিকদের বিয়ে করতে পারবেন কূটনীতিকরা
কূটনৈতিক পেশায় জড়িতদের সঙ্গে বিদেশিদের বিয়ের বিধান রেখে গণকর্মচারী (বিদেশিদের সহিত বিবাহ আইন) ২০১৫ নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
এ বিধান অনুযায়ী রাষ্ট্রপতির অনুমোদন ছাড়া কূটনীতিকসহ সরকারি কর্মকর্তা-কর্মচারীরা বিদেশি নাগরিক বিয়ে করলে চাকরি থেকে অপসারিত হবেন। নারী-পুরুষের জন্যে একই আইন হবে।
সোমবার সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠকে সভাপতিত্ব করেন।
বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোশাররাফ হোসাইন ভূইঞা সাংবাদিকদের এসব তথ্য জানান।
সচিব বলেন, আইন মন্ত্রণালয়ের মতামতের পর এটি সরাসরি সংসদে অনুমতির জন্য উপস্থাপিত হবে।
মোশাররাফ হোসাইন বলেন, সামরিক শাসনামলে এ অধ্যাদেশটি জারি হয়েছিল। সুপ্রিম কোর্টের এক আদেশে সামরিক শাসনে জারি হওয়া অর্ডিন্যান্সকে বাংলায় অনুবাদ করা হয়েছে।
তিনি বলেন, পূর্বের অর্ডিন্যান্স অনুযায়ী, কূটনীতিক ব্যতীত অন্যান্য সরকারি কর্মকর্তারা রাষ্ট্রপতির অনুমতি নিয়ে বিদেশি নাগরিককে বিয়ে করতে পারতেন। এ আইনের ফলে এখন থেকে রাষ্ট্রপতির অনুমোদন সাপেক্ষে কূটনীতিকরাও বিদেশি নাগরিককে বিয়ে করতে পারবেন।
মন্তব্য চালু নেই