বিদেশি আইটি কোম্পানিগুলোকে শেয়ারবাজারে আনা হচ্ছে : জয়
প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় বলেছেন, ‘ফরেন মিউচ্যুয়াল ফান্ডের মাধ্যমে বিদেশি আইটি কোম্পানিগুলোকে ঢাকা স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্তির প্রক্রিয়া চলছে। আগামী মাস (জুন) নাগাদ এ প্রক্রিয়া সফলতার মুখ দেখতে পারে। এতে বিদেশি বিনিয়োগকারী ও বাংলাদেশ উভয়পক্ষই লাভবান হবে। চাঙ্গা হয়ে উঠবে শেয়ারবাজারও।’
রাজধানীর হোটেল র্যাডিসন ব্লুতে বৃহস্পতিবার ডিজিটাল ইনভেস্টমেন্ট সামিটের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ সব কথা বলেন।
সজিব ওয়াজেদ জয় বলেন, ‘এক্ষেত্রে তথ্য ও যোগাযোগ খাতের আধুনিকায়ন জরুরি। এ জন্য দেশের বর্তমান টেলিযোগাযোগ নীতিমালা সংশোধন করা হবে। জিডিপির আকার অনুযায়ী বাংলাদেশ বিশ্বের ৪৫তম অর্থনীতির দেশ। আমরা দেশকে গ্লোবাল আইটি ইন্ডাস্ট্রি হিসেবে গড়ে তুলতে চাই।’
তিনি বলেন, ‘আওয়ামী লীগ সরকারের আমলে সারাদেশে ইলেক্ট্রিসিটি গ্রিড বেড়ে ২৭ থেকে ৬২ শতাংশ হয়েছে। ইন্টারনেট ব্যবহার ০.৪ শতাংশ থেকে ২৭ শতাংশ ও মোবাইল গ্রাহক ২০ মিলিয়ন থেকে ১২০ মিলিয়নে উন্নীত হয়েছে। দেশে ৫৩ হাজার ডিজিটাল সেন্টার স্থাপন করা হয়েছে। এসব ডিজিটাল সেন্টারের মাধ্যমে সাধারণ মানুষ সহজেই সরকারি সব সেবা নিতে পারছেন।’
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতে বিনিয়োগে আকৃষ্ট করতেই এই সামিটের আয়োজন করে গ্রামীণফোনের মূল কোম্পানি টেলিনর।
বেসিসের সভাপতি শামীম আহসানের সভাপতিত্বে অনুষ্ঠিত সামিটের আরও উপস্থিত রয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক।
মন্তব্য চালু নেই