বিদেশিদের নাক গলানোর কিছু নেই : ইনু

বাংলাদেশ তার ভূখণ্ডে জঙ্গিবাদ দমন ও যুদ্ধাপরাধীদের কীভাবে সাজা দেবে এ বিষয়ে বিদেশিদের নাক গলানোর কিছু নেই বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
বৃহস্পতিবার দুপুরে রাজধানীর সোনারগাঁও হোটেলে বাংলাদেশের সাম্যবাদী দল (এমএল) আয়োজিত গণতান্ত্রিক চীনের ৬৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
ইনু বলেন, ‘বাংলাদেশ ও চীন আমরা পাশাপাশি আছি। বর্তমান বিশ্বায়নের যুগে চীন ও বাংলাদেশকে গভীর মৈত্রী বন্ধনে এগিয়ে যাওয়া দরকার।’
গণতান্ত্রিক চীনের ৬৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সে দেশের সরকার ও চীনের কমিউনিস্ট পার্টিকে স্বাগত জানিয়ে তিনি বলেন, ‘চীনের নেতৃত্ব অনেক পারঙ্গম ও আধুনিক। চীন পৃথিবীর বুকে প্রমাণ করেছে যে, প্রতিটি দেশের নিজস্ব রাজনৈতিক ও অর্থনৈতিক পদ্ধতি থাকা দরকার।’
সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়ার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন বেসামরিক বিমান ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন ও বাংলাদেশে নিযুক্ত চীনের শার্জ দ্য অ্যাফেয়ার্স চু গুয়োনজো।
মতিয়া চৌধুরী আশা প্রকাশ করে বলেন, ‘জ্ঞানে, বিজ্ঞানে, সম্পদে ও সঙ্কটে বাংলাদেশ-চীন পাশাপাশি হাঁটতে পারে। সে জন্য দুই দেশকেই এগিয়ে আসতে হবে। বাংলাদেশে কিছু স্বপ্নের প্রকল্প বাস্তবায়নে চীন বাংলাদেশের পাশে দাঁড়িয়েছে।’
দেশের জনগণের উদ্দেশে তিনি বলেন, ‘আমাদের নিজেদের কাজ নিজেদেরই করতে হবে। বাংলাদেশ আর এখন তলাবিহীন ঝুড়ি নয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে।’
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- বাংলাদেশের কমিউনিস্ট পার্টির উপদেষ্টা মনজুরুল আহসান খান, ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা, জাসদের স্থায়ী কমিটির সদস্য শিরিন আক্তার প্রমুখ।



মন্তব্য চালু নেই